বিনোদন ডেস্ক : শাকিব খান-বুবলী ইস্যুতে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। গত কয়েকদিন তাকে ঘিরেও বেশ কিছু গুঞ্জন উচ্চারিত হচ্ছে ফিল্মপাড়ায়।
এমন খবরও রটেছে, তিনি কারও সঙ্গে যোগাযোগ করছেন না, কারও ফোনও ধরছেন না। তাই তার দিক থেকে এসব গুঞ্জনের সত্যতা যাচাইও করা যাচ্ছে না। এর ফলে গুঞ্জনও বেগবান হয়ে ডালপালা মেলছে।
গত কয়েকদিন ফেসবুকেও সরব ছিলেন না পূজা চেরি। আজ রবিবার নিজের কয়েকটি ছবি ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, ‘যখন আপনি সবকিছু নিয়ে মাথা ঘামানো বন্ধ করবেন তখন বর্তমান অনেক সুন্দর হয়ে উঠবে। আরেকজনকে খুশি করার চেষ্টায় সময় অপচয় বন্ধ করুন’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।