বিনোদন ডেস্ক : দীর্ঘদিন আড়ালে থাকা জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি খবরের শিরোনাম হয়েছেন অভিযুক্ত হয়ে। প্রকাশ্যে এসেছে নায়িকার গোপন বিয়ে ও সন্তানের খবরও। যা নিয়ে গতকাল মঙ্গলবার থেকেই তুমুল আলোচনা-সমালোচনা চলছে শোবিজ আর নেটদুনিয়ায়। নায়িকার মা-বোনের তথ্যমতে, পুরোনো ঢাকার ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে গোপনে বিয়ে করেছেন পপি। সেই সংসারে আছে চার বছরের একটি ছেলে সন্তানও। নাম আয়াত।
এদিকে নায়িকার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনেছেন তার মা (মরিয়ম বেগম মেরি) ও ভাইবোনেরা। বাবার (আমির হোসেন) রেখে যাওয়া খুলনায় ৬ কাঠা জমি একাই দখল করতে চান পপি- এমন অভিযোগ তাদের। ইতোমধ্যেই পপি ও তার স্বামীর বিরুদ্ধে খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তার ছোট বোন ফিরোজা পারভীন।
অভিযোগ করা হয়, পপি তার বাবার জমি একাই দখল করতে চান। বাধা দিলে ভাইবোনকে মেরে ফেলার হুমকিও দিচ্ছেন পপি ও তার স্বামী। শুধু তাই নয়, নায়িকা তার মাকেও নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে দৈনিক আমাদের সময় অনলাইন’র সঙ্গে কথাও বলেছেন পপির মা মরিয়ম বেগম মেরি।
তিনি জানান, খুলনার শিববাড়ির জমিদার বাড়ির পাশেই স্বামীকে নিয়ে অবস্থান করছেন পপি। ঢাকা ও খুলনায় যাওয়া-আসার মধ্যেই থাকেন এই চিত্রনায়িকা। পপির মা যে বাসাটিতে থাকেন, সেটির বিদ্যুতের লাইনও নিজ নামে করে নিয়েছেন এই চিত্রনায়িকা। আর তার বাবার ১১ কাঠা জমির মধ্যে অনেক আগেই ৫ কাঠা জমি লিখে নেন পপি। এখন বাকি ৬ কাঠা জমির জন্য ভাইবোনের (২ ভাই ও ৩ বোন) ও মাকে হুমকি দিয়ে যাচ্ছেন পপি ও তার স্বামী।
অবশেষে মা ও ভাইবোনদের এসব অভিযোগ নিয়ে কথা বলেছেন পপি। জানিয়েছেন, সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।নায়িকার কথায়, ‘আমি কেন জমি দখল করতে যাব। আমি কি একবারও বলেছি, আমি ওই জমি নেব বা আমার লাগবে। ৯৫ সাল থেকে আমার বাবা কিন্তু ইনকাম করে ওদের (মা ও ভাইবোনকে) চালায়নি। আমি চালিয়েছি আমার পরিবারকে।’
বুক ছোট বলে কেউ কাজ দেয়নি, অনন্যা পাণ্ডের বিস্ফোরক স্বীকারোক্তি
পপি আরও বলেন, ‘আমার বাবার কাছ থেকে আমি ৬ কাঠা জমি কিনেছি। আমার চাচা ও অন্যান্য শরিকি জমিও কিনেছি আমি টাকা দিয়ে। আমার কষ্টে অর্জিত টাকা দিয়ে কেনা জমি এখনো আমি ভোগদখল করতে পারিনি এদের অত্যাচারে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।