মুখার্জি বাড়ির পূজায় হাজির বলিউড অভিনেত্রী জয়া বচ্চন। তাকে দেখে ছুটে যান অভিনেত্রী কাজল। প্রিয় মানুষকে বাড়ির পূজায় পেয়ে তাকে জড়িয়ে ধরেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।
গম্ভীর স্বভাবের কারণে জয়া বচ্চন মাঝেমধ্যেই ট্রলের শিকার হন। তবে এবার কাজলের বাড়িতে দুর্গাপূজার আসরে তাকে দেখে বিস্মিত হয়েছেন অনেকে। কারণ অচেনা রূপে ধরা দিলেন এই অভিনেত্রী; হাসিখুশি, সবার সঙ্গে মেতে থাকা এক অন্য জয়া।
তবে নেটিজেনদের একটি অংশ কটাক্ষ করতে ছাড়েননি। নেহা নামে একজন লেখেন, “দুজনই একই ক্যাটাগরির।” অমিত কল্যাণ লেখেন, “দুজনের কাপড় ও ব্যক্তিত্ব একই।” অন্য একজন লেখেন, “কিছু মানুষ রিলেই ভালো, বাস্তব জীবনে নয়।” অন্য একজন লেখেন, “জয়াজিকে কখনো হাসি মুখে দেখিনি। একমাত্র কাজল তার মুখে হাসি ফুটিয়েছেন।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।
বাড়ি ভাড়া দিতে গিয়েই ফকির হয়ে যাবেন, পৃথিবীর ব্যয়বহুল দেশ কোনটি
দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছে মায়ানগরী মুম্বাই। মুখার্জি বাড়ির পূজায় বসেছে চাঁদের হাট। গতকাল ছিল সপ্তমী। এদিন দুপুরে মুখার্জি বাড়ির পূজায় অনেকটা সময় কাটান রানী মুখার্জি। সেলফি তুলেন। অতিথিদের সঙ্গে খোশমেজাজে গল্পও করেন। আরো অনেক অভিনেতা-অভিনেত্রীরাও মুখার্জি বাড়ির পূজায় এসেছিলেন। সপ্তমীর দুপুরে তাদের সঙ্গে ভরপুর আড্ডার মেজাজে ছিলেন রানি মুখার্জি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।