প্রতিপক্ষ দলের এক স্টাফের মুখে থুতু মারার ঘটনায় লুইস সুয়ারেজকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে ইন্টার মায়ামির ৩-০ গোলে হারের পর এই ঘটনাটি ঘটেছিল।
গত ৩১ আগস্ট ম্যাচ শেষে মাঠে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এ ঘটনা ঘটে। যেখানে দুই দলের খেলোয়াড়রাই বিশৃঙ্খলায় জড়িয়ে পড়েন।
প্রথমে সাউন্ডার্সের মিডফিল্ডার ওবেদ ভারগাসকে গলা ধরে ধরেন ইন্টার মায়ামি ফরোয়ার্ড সুয়ারেজ। এরপর তার সতীর্থ সার্জিও বুস্কেটস আঘাত করেন ওই খেলোয়াড়ের মুখে।
এর কিছুক্ষণ পর সাউন্ডার্সের নিরাপত্তা পরিচালক জিন রামিরেজের সঙ্গে বিতণ্ডায় জড়ান সুয়ারেজ। তখন তাকে থামানোর চেষ্টা করেন সতীর্থ অস্কার উস্তারি, কিন্তু এরপরও রামিরেজের মুখে থুতু ছুড়ে মারেন তিনি।
৩৮ বছর বয়সী সাবেক লিভারপুল ও বার্সেলোনা স্ট্রাইকার সুয়ারেজ পরে নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
লিগস কাপের শৃঙ্খলা কমিটির এক বিবৃতিতে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা কেবল আগামী বছরের লিগস কাপেই প্রযোজ্য হবে। তবে মেজর লিগ সকার (এমএলএস) চাইলে অতিরিক্ত শাস্তি দিতে পারে বলেও জানানো হয়।
প্রসঙ্গত, লিগস কাপ হলো প্রতি বছর অনুষ্ঠিত এক প্রতিযোগিতা যেখানে এমএলএস এবং মেক্সিকোর লিগা এমএক্স-এর দলগুলো অংশ নেয়।
এই ঘটনায় ইন্টার মায়ামির আরও দুই খেলোয়াড়—সার্জিও বুস্কেটস এবং তমাস আভিলেসকে যথাক্রমে দুই ও তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সিয়াটল সাউন্ডার্সের কোচিং স্টাফ সদস্য স্টিভেন লেনহার্ট পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।
উল্লেখ্য, সুয়ারেজ এর আগেও নানা বিতর্কে জড়িয়েছেন। ২০১১ সালে লিভারপুলে খেলার সময় ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার প্যাট্রিস এভ্রাকে বর্ণবাদী মন্তব্য করার দায়ে তাকে আট ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল।
এছাড়া, আয়াক্স, লিভারপুল ও উরুগুয়ে জাতীয় দলের হয়ে খেলার সময় তিনটি আলাদা ম্যাচে প্রতিপক্ষকে কামড় দেওয়ার দায়ে নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।