বিনোদন ডেস্ক : মুখে ইস্পাতের মুখোশ, মাইক ধরে দর্শককে প্রশ্ন করছেন অক্ষয় কুমার। মুখোশ থাকায় কেউ চিনতে পারছেন না অভিনেতাকে। তাকে দেখে কেউ পালিয়ে যাচ্ছেন, কেউ কেউ আবার দুই মিনিট কথা বলছেন। সদ্যই মুক্তি পেয়েছে ‘হাউসফুল ৫’।
সেই ছবি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া জানতে এমন অভিনব পন্থা অবলম্বন করলেন বলিউড খিলাড়ি। ছবি মুক্তির পর দর্শকদের কেমন লাগল, সেই প্রতিক্রিয়া জানতে প্রেক্ষাগৃহে শো ভাঙার পর যান তারকারা। এবার অভিনব এক উপায় বের করলেন অক্ষয়। মুখোশ পরে প্রেক্ষাগৃহে বাইরে দাঁড়িয়ে রয়েছেন তিনি নিজেই।
দর্শকদের ধরে ধরে ছবি কেমন লাগল, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। দর্শকেরা তাদের প্রতিক্রিয়া জানান। বেশির ভাগ দর্শকই জানান, বেশ ভালো লেগেছে। যদিও বেশ কিছু দর্শকদের সঙ্গে কথোপকথন করার পরে লোকজন বুঝতে পারেন, তিনি অক্ষয় কুমার।
ভিড় বাড়তে শুরু করলেই তিনি নাকি গাড়িতে উঠে পালিয়ে যান। অক্ষয় জানান, তিনি দারুণ মজা পেয়েছেন এটা করে। পাশাপাশি এও বলেন, ‘কোনো মতে বেঁচে ফিরেছি।’
প্রসঙ্গত, কয়েক বছর ধরে একের পর এক ফ্লপ অক্ষয়ের সিনেমা। সেদিক থেকে ‘হাউসফুল ৫’ মুক্তির দুই দিনে ৫০ কোটির ওপর ব্যবসা করেছে। এই ছবির মাধ্যমে কি ফাঁড়া কাটবে অক্ষয়ের?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।