প্রেম আর মৃত্যুর রহস্যময়তা নিয়ে বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বহুল প্রত্যাশিত মিউজিক্যাল সিনেমা ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’। এ সিনেমায় দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও পূর্ণ উদ্যমে নায়িকা রূপে হাজির হয়েছেন মার্কিন সংগীতশিল্পী জেনিফার লোপেজ।
এ যেন পুরোনো হলিউডের জাদুকে ফিরিয়ে আনা, সঙ্গে মেশানো সময়ের বাস্তবতার গন্ধ। অন্ধকার কারাগারের চার দেয়ালে আলো-ছায়ার এক অদ্ভুত খেলা। দেয়ালের ওপাশে যেন অন্য এক পৃথিবী, যেখানে চলে বাস্তব আর কল্পনার নিরন্তর লুকোচুরি।
সিনেমায় দেখা যায়, অন্ধকার সেই ছোট্ট ঘরটিতে বন্দী দুটি প্রাণ। একজন ভ্যালেন্টিন, অন্যজন মোলিনা। বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই দুজন। যারা ধীরে ধীরে জড়িয়ে পড়েন গভীর আত্মিক বন্ধনে। ঠিক এমনই এক রহস্যময় গা-ছমছমে আবহ নিয়ে শুরু হয় ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’ সিনেমাটি।
সিনেমায় মোলিনার কল্পনার জগতে বারবার ফিরে আসে এক রহস্যময়ী নারী। যার ঠোঁটের হাসিতে যেমন প্রেমের আভাস, তেমনি মৃত্যুর নীরব আমন্ত্রণ। সেই নারীই ইংরিড লুনা, যাকে অভিনয় দক্ষতা দিয়ে পর্দায় জীবন্ত করে তুলেছেন জেনিফার লোপেজ।
সিনেমার একেকটা দৃশ্য যেন একেকটা স্বপ্ন, যেখানে বাস্তবের করুণ নিঃসঙ্গতা মুছে যায় রঙিন আলোর সমারোহে। নির্মাতা বিল কনডন এ সিনেমায় গ্ল্যামার আর কারাগারের কর্কশ বাস্তবতাকে বুনেছেন আবেগ আর মায়াজালের ছোঁয়ায়।
‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’ সিনেমাটি গানের সুরে বুনেছে মানুষের অন্তর্দ্বন্দ্ব, সংগ্রাম ও স্বপ্নের গভীর এক গল্প। যে রহস্যময় গল্পে প্রতিটি চুম্বনই হতে পারে ভালোবাসার শেষ ইশারা। রোমান্স আর অ্যাডভেঞ্চারে ভরপুর গত ১০ অক্টোবর মুক্তি পাওয়া সিনেমাটি প্রেমের ইশারা আর কল্পনার ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যাবে সিনেপ্রেমীদের, এমনটাই প্রত্যাশা নির্মাতার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।