বিনোদন ডেস্ক : আর কয়েক দিন পরেই মুক্তি পাচ্ছে তামিল তারকা কমল হাসানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বিক্রম’। লোকেশ কনগরাজ পরিচালিত এ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন ফাহাদ ফাসিল, বিজয় সেতুপতি ও সুরিয়া। এ সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই।
হিন্দুস্তান টাইমস, ফিল্মিবিট ডটকম, ইন্ডিয়া টুডেসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তারকাবহুল ‘বিক্রম’ সিনেমার বাজেট ১৫০ কোটি রুপি। প্রেক্ষাগৃহে বহুভাষিক এ সিনেমা মুক্তি পাবে ৩ জুন।
বাণিজ্য সূত্রগুলো বলছে, কমল হাসানের ক্যারিয়ারে সর্বোচ্চ মুক্তি-পূর্ব ব্যবসা করেছে ‘বিক্রম’। আর তা ২০০ কোটি রুপির বেশি।
বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা টুইটারে জানিয়েছেন, অ্যাকশন-থ্রিলার ‘বিক্রম’ মুক্তি-পূর্ব ব্যবসা করেছে ২০০ কোটি রুপির বেশি। বিশ্বব্যাপী সব ভাষার ভার্সন মিলিয়ে এ হিসাব।
কমল হাসানের পাঁচ দশকের বেশি ক্যারিয়ার। তবে এবারই প্রথম তাঁর সিনেমার মুক্তি-পূর্ব ব্যবসা ২০০ কোটির ঘর স্পর্শ করল। দেশ ও দেশের বাইরে এ সিনেমার স্বত্ব চড়া মূল্যে বিক্রি হয়েছে।
তামিল, তেলেগু, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে ‘বিক্রম’। বিশেষ দৃশ্যে দেখা যাবে সুরিয়াকে। এ সিনেমা প্রযোজনা করেছে কমল হাসানের প্রযোজনা সংস্থা রাজ কমল ফিল্ম ইন্টারন্যাশনাল।
গুঞ্জন রয়েছে, শিগগিরই মেগাস্টার রজনীকান্তকে নিয়ে একটি সিনেমা পরিচালনা করবেন লোকেশ কনগরাজ, যেটি প্রযোজনা করবে কমল হাসানের প্রযোজনা সংস্থা। দুই বছর ধরে এ প্রকল্প নিয়ে কানাঘুষা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।