মুক্তির এক মাস আগেই অনলাইনে ফাঁস ‘জওয়ান’, তদন্তে পুলিশ

জওয়ান

বিনোদন ডেস্ক : ‘জওয়ান’ সিনেমা মুক্তি পেতে বাকি আরও এক মাস। এরই মধ্যে অনলাইনে ফাঁস হয়েছে এই সিনেমার একাধিক দৃশ্য। আর এ ঘটনায় রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে একটি এফআইআর করা হয়েছে।

জওয়ান

এফআইআর অনুযায়ী, কেউ ‘জওয়ান’ সিনেমার ক্লিপ চুরি করে টুইটারে ফাঁস করেছে। আর এভাবে কপিরাইট লঙ্ঘন করার জন্য আইনি পদক্ষেপ নেয়া হয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে।’

এই প্রযোজনা সংস্থার তরফ থেকে ছবিটির শুটিংয়ের সময় লোকেশনে ফোনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। একই সঙ্গে সব ধরনের রেকর্ড যেন বন্ধ থাকে, সেদিকেও বিশেষ নজর ছিল। তারপরও কী করে এই ঘটনা ঘটল সেটা জানা যায়নি।

এ ছাড়া রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফ থেকে ৫টি টুইটার অ্যাকাউন্ট খুঁজে বের করা হয়েছে। যেখান থেকে এই ক্লিপ শেয়ার করা হয়েছে। এ ছাড়া ওইসব প্রোফাইলের মালিকদের কাছে আইনি নোটিশও পাঠানো হয়েছে। যদিও তাদের মধ্যে শুধু একজন সেই নোটিশ গ্রহণ করেছেন।

অন্যদিকে এই প্রযোজনা সংস্থার তরফে দিল্লি হাইকোর্টে অভিযোগ করা হয়। হাইকোর্ট টুইটারকে তৎক্ষণাৎ নির্দেশ দেয়, যেন তারা এই ভিডিও ক্লিপগুলো দ্রুত ডিলিট করে দেয়। এই নির্দেশ পাওয়ার পর মাইক্রো ব্লগিং সাইট থেকে সেগুলো সব সরিয়ে দেয়া হয়েছে।

বিচ্ছেদের তালিকায় টালিউডের যেসব তারকা

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমা। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে এটি। এ ছাড়া এ সিনেমায় শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, নয়নতারা, বিজয় সেতুপতি, সঞ্জয় দত্তরা। ক্যামিও রোলে দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে।