বিনোদন ডেস্ক : মুক্তির তিন সপ্তাহ পরও জনপ্রিয়তা ধরে রেখেছে দ্য ব্যাটম্যান। রবার্ট প্যাটিনসন অভিনীত সিনেমাটি পৃথিবীজুড়ে দর্শকদের প্রশংসা পাচ্ছে। তৃতীয় সপ্তাহ শেষ করে সিনেমাটি ৫০ কোটি ডলারের বেশি আয় করেছে। দি ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুসারে, মোটের ওপর এর বৈশ্বিক আয় ৫০ কোটি ৫৭ লাখ ৫৭ হাজার ৮৩৩ ডলার।
বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুসারে ইংরেজি সংস্করণটি ভারতে প্রথম সপ্তাহে ৩০ দশমিক শূন্য ৮ কোটি রুপি আয় করে। ট্রেড এক্সপার্ট জোগিন্দর তুতেজার মতে, সব ভাষা মিলিয়ে সিনেমাটি ভারতে ৪৪ কোটি রুপি আয় করেছে।
শুরু থেকেই ভালো ব্যবসা করেছে দ্য ব্যাটম্যান। উত্তর আমেরিকার ৪ হাজার ৪১৭টি থিয়েটারে দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি সাড়ে ৬ কোটি ডলারের মতো আয় করে। মুক্তির ১০ দিনের মাথায় বছরের সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে বিবেচিত হয় দ্য ব্যাটম্যান।
অপমান হয়ে এবার নিজেই নির্বাচনে হিরো আলম
আমেরিকার বাইরে ৭৫টি স্থানে মুক্তি পাওয়া সিনেমাটির আন্তর্জাতিক বক্স অফিসে আয় ৬ দশমিক ৬৬ কোটি ডলার। ওয়ার্নার ব্রোসের জন্য সিনেমাটি বিশেষ গুরুত্ব রাখে। কেননা প্যাটিনসন অভিনীত সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে শুরুতে যথেষ্ট সন্দেহ ছিল। এমনকি এখনো এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করছেন অনেক সমালোচক। দি ইন্ডিয়ান এক্সপ্রেসের শালিনী ল্যাঙ্গার সিনেমাটিকে ২.৫/৫ রেটিং দিয়েছেন।
তবে ব্যাটম্যানের ব্যবসা করার পেছনে কিছু কারণও আছে। বিশেষত এটি মুক্তির পর এখন পর্যন্ত তেমন কোনো বড় মাপের সিনেমা মুক্তি পায়নি। ডেথ অন দ্য নাইলের ব্যর্থতা এবং টম হল্যান্ডের আনচার্টেড কিছুটা ব্যবসা করলেও ব্যাটম্যান নিজের জায়গা ধরে রাখতে পারছে। অনেকে আবার এও মনে করেন যে ম্যাট রিভস ব্যাটম্যানকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।