বিনোদন ডেস্ক : গত ২৫ জানুয়ারি বিশ্বের ৮ হাজার পর্দায় মুক্তি পায় শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। মুক্তির প্রথম দিনেই শত কোটির ক্লাবে পা রাখে এটি। বুধবার (১৫ মার্চ) প্রেক্ষাগৃহে সিনেমাটির ৫০ দিন পূর্ণ করেছে। এখনো বিশ্বের ২০টি দেশে প্রদর্শিত হচ্ছে এটি।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ১৫ মার্চ ‘পাঠান’ সিনেমা প্রেক্ষাগৃহে ৫০ দিন পূর্ণ করেছে। এখনো বিশ্বের ২০টি দেশের ১৩৫টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এটি। ভারতে ৮০০ সিনেমা হলে দেখানো হচ্ছে ‘পাঠান’।
বলি মুভি রিভিউ ডটকম জানিয়েছে, এ পর্যন্ত ভারতে মোট আয় করেছে ৫৪০ কোটি ৭ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৮৮ কোটির বেশি)। আর বিশ্বব্যাপী এ পর্যন্ত মোট আয় দাঁড়িয়েছে ১ হাজার ৪৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩৩২ কোটির বেশি)।
২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় মুক্তি পায় এটি। ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।
‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।