বিনোদন ডেস্ক : প্রভাস ও সাইফ আলী খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’। নির্মাণের শুরু থেকে দারুণ আলোচনায় এটি। এর আগে টিজার ও পোস্টার প্রকাশের পর সমালোচনার মুখে পড়ে সিনেমাটি। ফের পোস্টারকে কেন্দ্র করে সিনেমা সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘আদিপুরুষ’ সিনেমার পরিচালক, প্রযোজক ও অভিনয়শিল্পীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সঞ্জয় দীননাথ তিওয়ারি নামে এক ব্যক্তি। তিনি সনাতন ধর্মের প্রচারক বলে দাবি করেছেন। তার পক্ষে মুম্বাই হাইকোর্টের আইনজীবী আশীষ রায় ও পঙ্কজ মিশ্রা সাকিনাকা থানায় এই মামলা দায়ের করেন। ভারতীয় পেনাল কোড ২৯৫ (এ), ২৯৮, ৫০০, ৩৪ ধারায় এ মামলা নথিভুক্ত হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, পোস্টারটিতে শ্রী রামকে যে পোশাকে দেখানো হয়েছে তা রামচরিতমানসের স্বাভাবিক চেতনা এবং প্রকৃতির বিপরীত। তা ছাড়া রামায়ণের সব চরিত্রকে পৈতা ছাড়া দেখানো হয়েছে। হিন্দু ধর্মে পৈতা পরার বিশেষ গুরুত্ব রয়েছে। যা বহু শতাব্দী ধরে সনাতন ধর্মের অনুসারীরা পুরাণের ভিত্তিতে পালন করে আসছেন। এসব লঙ্ঘন করে সিনেমাটির নির্মাতা ওম রাউত হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছেন।
এর আগেও এ সিনেমা নিয়ে বিতর্ক হয়েছে। সেই সময় সিনেমাটি বয়কট করারও দাবি উঠেছিল। এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে মামলা দায়ের হয়েছিল।
নেট দুনিয়ায় ঝড় তুললো উল্লুর খোলামেলা দৃশ্যে ভরপুর নতুন এই ওয়েব সিরিজ
‘আদিপুরুষ’ সিনেমাটি রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। তিন ভাগে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। এটি প্রযোজনা করছে টি-সিরিজ। আগামী ১৬ জুন প্রেক্ষাগৃহে এটির প্রথম অংশ মুক্তি পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।