মুক্তির আগেই ফাঁস হাউজ অব দ্য ড্রাগনের শেষ পর্ব

হাউজ অব দ্য ড্রাগনের

বিনোদন ডেস্ক : এইচবিও চ্যানেলের জনপ্রিয় সিরিজ গেম অব থ্রোনসের প্রিকুয়াল হাউজ অব দ্য ড্রাগনের প্রথম সিজনের শেষ পর্ব মুক্তির দুদিন আগেই ফাঁস হয়ে গেছে। এ ঘটনায় হতাশা প্রকাশ করেছে এইচবিও চ্যানেল কর্তৃপক্ষ।

হাউজ অব দ্য ড্রাগনের

আগামীকাল (২৩ অক্টোবর) হাউজ অব দ্য ড্রাগনের প্রথম সিজনের শেষ পর্ব সম্প্রচার হওয়ার কথা। তবে গতকালই (২১ অক্টোবর) তা একটি টরেন্ট সাইটে ফাঁস হয়ে যায়।

এইচবিওর মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘হাউজ অব দ্য ড্রাগনের প্রথম সিজনের দশম পর্বটি বেআইনি টরেন্ট সাইটে আমরা দেখছি। সম্ভবত ইউরোপ, মধ্যপ্রাচ্য কিংবা আফ্রিকায় এইচবিওর কোনো পরিবেশক এটা ফাঁস করেছে। পুরো বিষয়টি নজরের মধ্যে রাখা হয়েছে এবং ফাঁস হওয়া পর্বটি যত দ্রুত সম্ভব ইন্টারনেট থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।’

এই ধরনের বেআইনি কাজে হতাশা প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, এটা এই সিরিজের সৎ দর্শকদের জন্য বঞ্চনাকর।

ভরপুর রোমান্সে পরিপূর্ণ এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

গেম অব থ্রোনস শেষ হওয়ার পর তিন বছর পর এ বছরের ২১ আগস্ট থেকে শুরু হয় হাউজ অব দ্য ড্রাগন। প্রতি রোববার একটি করে পর্ব প্রচারিত হয়ে আসছে।