বিনোদন ডেস্ক : রণবীর কাপুরের বিরাট ধামাকা। বয়কট ব্রহ্মাস্ত্রের মাঝেই নতুন আশা দেখছে সিনেমা কলাকুশলীরা। গোটা দেশ জুড়ে বিপুল সংখ্যক স্ক্রিনে মুক্তি পেতে চলেছে রণবীর কপুর ও আলিয়া ভাট অভিনীত প্রথম ছবি ব্রহ্মাস্ত্র। তবে দেশের তুলনায় গোটা বিশ্বে স্ক্রিনিং-র সংখ্যা খানিকটা কম। জেনে নিন অয়ন মুখোপাধ্যায়ের ব্রহ্মাস্ত্রের স্ক্রিনিং-র সংখ্যা।
রণবীরের নয়া ধামাকা। আগামী ৯ সেপ্টেম্বর গোটা দেশ জুড়ে মোট ৫০০০ টি স্ক্রিনে মুক্তির অপেক্ষায় রণবীর কপুর আলিয়া ভাট অভিনীত প্রথম ছবি ব্রহ্মাস্ত্র। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ব্রহ্মাস্ত্র যেখানে শুধু ভারতেই ৫০০০ টি স্ক্রিনে মুক্তি পাচ্ছে সেখানে বিশ্বব্যাপি স্ক্রিনিংয়ের সংখ্যা খানিকটা কম। সুত্রের খবর, ভারতে ৫০০০ টি স্ক্রিনে আর বিশ্বব্যাপি ৩০০০ টি স্ক্রিনে মুক্তি পাবে বলিউডের বহু প্রতিক্ষীত ছবি ব্রহ্মাস্ত্র।
সব মিলিয়ে ৮০০০ স্ক্রিনে মুক্তি পেয়ে রেকর্ড গড়তে চলেছে অয়নের ছবি ব্রহ্মাস্ত্র। উল্লেখ্য, সম্প্রতি আলিয়ার বেফাঁস মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় বয়কট ব্রহ্মাস্ত্র ট্রেন্ড বেশ পপুলার হয়ে উঠেছিল। লাল সিং চড্ডার মতোই ব্রহ্মাস্ত্রর বয়কট নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন করণ জোহর।
পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের জন্মদিনের করণের পোস্টে ব্রহ্মাস্ত্র নিয়ে দুঃশ্চিন্তা প্রকট হয়েছিল। তবে ক্যানসেল কালচার বা বয়কট বলিউড ট্রেন্ডের মাঝেই বিপুল সংখ্যক স্ক্রিনে ব্রহ্মাস্ত্রের মুক্তিতে খানিক স্বস্তি ছবির কলাকুশলীদের। ৯ সেপ্টেম্বর বিগ স্ক্রিনে রণবীর-আলিয়া জুটির কেমেস্ট্রি দর্শকের প্রত্যাশা পূরণে সক্ষম হয় কিনা এখন তারই অপেক্ষা।
এদকে শুক্রবার হায়দরাবাদে ব্রহ্মাস্ত্র মুক্তির আগে ছবির গ্র্যান্ড ইভেন্ট বাতিল হয়ে যায়। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে ব্রহ্মাস্ত্রের গ্র্যান্ড প্রি-রিলিজ ইভেন্ট দেখার জন্য ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। ভক্তরা তাঁদের প্রিয় তারকা জুনিয়র এনটিআরকে দেখার জন্য উদগ্রীব হয়ে ছিলেন। বিশেষ অতিথির আসনে উপস্থিত থাকার কথা ছিল এসএস রাজামৌলি ও জুনিয়র এনটিআরের। অনুরাগীরা তাঁদের দেখার অপেক্ষায় প্রহর গুনছিলেন। ঠিক সেই মুহূর্তেই ঘটল বিপত্তি।
বাতিল হয়ে গেল অয়ন মুখোপাধ্যায়ের নতুন ছবি ব্রহ্মাস্ত্রের ইভেন্ট। শুক্রবার অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় ইভেন্টের কর্মকর্তারা অনুষ্ঠান বাতিলের কথা জানিয়েছেন। ঘটনায় মন ভেঙে যায় জুনিয়র এনটিআরের ভক্তদের। অনুষ্ঠানের কর্মকর্তারা পুলিশের অনুমতি না নেওয়ায় শেষ মুহূর্তে পরিস্থিতির চাপে ইভেন্ট বাতিল করতে হয়।
১০ বছর ধরে তিলে তিলে এই ছবির ভিত তৈরি করেছেন তিনি। শোনা যাচ্ছে, ৪১০ কোটি টাকা খরচ করে এই ছবিটি তৈরি করা হয়েছে। স্বাভাবিকভাবেই বলিউডের সবচেয়ে মূল্যবান ছবি হয়ে উঠেছে আলিয়া ভাট এবং রণবীর কপুর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। হালে RRR, Saaho -র মতো প্যান ইন্ডিয়ান ছবিও বিগ বাজেটে তৈরি হয়েছিল।
২০১৮ সালে যশরাজ ফিল্মসের Thugs Of Hindostan তৈরির জন্য নাকি ৩১০ কোটি টাকা খরচ হয়েছিল। তবে ‘ব্রহ্মাস্ত্র’ সব রেকর্ড ভেঙে দিয়েছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের দাবি, ৪১০ কোটি টাকায় এই ছবিটি শুধুমাত্র নির্মাণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।