বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’ সিনেমাটি মুক্তি পেয়েছে রবিবার (১২ নভেম্বর)। আর বহুল প্রতীক্ষিত সিনেমাটি রবিবার মুক্তি পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই পাইরেসির কবলে পড়ে। অনলাইনের বিভিন্ন সাইটে সিনেমাটির এইচডি ভার্সন পাওয়া যাচ্ছে।
শুরু থেকেই এ সিনেমাটিতে দর্শকদের আগ্রহের কমতি ছিল না। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত এবং সর্বাধিক প্রত্যাশিত বলিউড সিনেমা।
বলিউড লাইফের এক প্রতিবেদন অনুযায়ী, মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে সালমান খানের ‘টাইগার ৩’ সিনেমা অনলাইনে ফাঁস হয়েছে। এইচডি কোয়ালিটির প্রিন্ট পাওয়া যাচ্ছে টরেন্ট, তামিল রকার্স, টেলিগ্রাম, মুভিরুলসে।
সিনে সংশ্লিষ্টরা মনে করছেন, অনলাইনে সিনেমাটি ফাঁস হওয়ায় আয়ে বড় ধাক্কা পড়বে। অন্যদিকে তিনটি মুসলিম দেশে নিষিদ্ধ করা হয়েছে ‘টাইগার ৩’। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, ওমান, কুয়েত ও কাতারে নিষিদ্ধ করা হয়েছে ‘টাইগার ৩’। মূলত সিনেমাটির বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি রয়েছে এ তিন দেশের। তাদের দাবি, এ ধরনের দৃশ্য় দেশের সংস্কৃতিকে আঘাত করবে।
এ সিনেমায় সালমান খান এজেন্ট টাইগার হয়ে ফিরে এসেছেন আরেকটি মারাত্মক মিশন নিয়ে।
এর আগে ২০১২ সালে মণীশ শর্মা পরিচালিত যশরাজ ফিল্মসের ‘এক থা টাইগার’ মুক্তি পেয়েছিল। এর ঠিক ৫ বছর পর মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। আর আজ মুক্তি পেয়েছে ‘টাইগার ৩’। যেটির অপেক্ষায় ছিলেন সালমানভক্তরা।
সিনেমাটিতে সালমান ও ক্যাটরিনা ছাড়াও আরও অভিনয় করেছেন আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরাসহ অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।