বিনোদন ডেস্ক : সুদীপ্ত সেন পরিচালিত আলোচিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। শুক্রবার (৫ মে) মুক্তি পাবে বিতর্কিত এই সিনেমা। কিন্তু তামিলনাড়ুতে সিনেমাটি মুক্তি পেলে সংঘর্ষের মতো ঘটনা ঘটতে পারে বলে মনে করছে ভারতীয় গোয়েন্দা বাহিনী। এজন্য এ রাজ্যে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।
নাম প্রকাশ না করার শর্তে সরকারের শীর্ষ এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেন, ‘কিছু দল বিক্ষোভের ডাক দিয়েছে। গোয়েন্দা বাহিনী সোশ্যাল মিডিয়া থেকে নানা তথ্য লিপিবদ্ধ করেছেন।’
সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘ইসলামিক কিছু দল নিষেধাজ্ঞা চেয়ে কয়েকটি জেলায় পুলিশের কাছে গিয়েছেন। কিন্তু সরকার সিনেমাটি নিষিদ্ধ করেনি। এমনকী কেরালায়ও এটি নিষিদ্ধ করা হয়নি। আমরা, সমস্ত আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছি।’
সিনেমাটির ট্রেইলার মুক্তির পরই বিতর্ক গভীরভাবে দানা বাঁধে। অভিযোগ, ট্রেইলারে দেখানো হয়েছে কেরালা থেকে ৩২ হাজার নারী নিখোঁজ, যারা পরবর্তীতে জঙ্গিগোষ্ঠী আইসিসে যোগ দেন। এ সিনেমা মুক্তি পেলে কেরালায় ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট হতে পারে বলে মনে করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এজন্য কেরালা সরকার এবং কংগ্রেসের পক্ষ থেকেও এ রাজ্যে সিনেমা মুক্তি না দেওয়ার আহ্বান জানানো হয়। পরবর্তীতে এটি আদালতে গড়ায়। কিন্তু আদালত এ মামলা খারিজ করে দেন।
পরিচালকের দাবি— সিনেমাটিতে কেরালা কিংবা মুসলিমদের বিরুদ্ধে কোনো প্রসঙ্গ নেই। তাদের নিশানায় শুধু সন্ত্রাসবাদীরা আছেন। ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি আদানি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।