বিনোদন ডেস্ক : বছর ঘুরে আবার এসেছে ঈদ। চারদিকে শুরু হয়েছে খুশি আর আনন্দের বন্যা। ঘরে ঘরে শুরু হয়েছে ঈদ উৎসব পালনের মহাপ্রস্তুতি, তোড়জোড়। হাটে, মাঠে, ঘাটে ঈদের খুশিই এখন রঙ ছড়াচ্ছে। এদিকে ঈদকে কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনের লেগেছে আনন্দের ছোঁয়া।
দেশের প্রেক্ষাগৃহে প্রতি বছর দুই ঈদে একসঙ্গে একাধিক ছবি মুক্তির হিড়িক পড়ে যায়। বছরের অন্য সময়ের তুলনায় ঈদে তুলনামূলক দর্শকদের আনাগোনা বেড়ে যায়। এবারের ঈদে মুক্তি পেয়েছে ৬টি ছবি। যার মধ্যে অন্যতম মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’।
চলচ্চিত্র বিশ্লেষক তানভীর খালেদ জানান, ঈদের দিন মাল্টিপ্লেক্স গুলোতে বাংলা সিনেমা গুলো প্রায় ৬০ লক্ষ টাকা আয় করেছে। এর মাঝে ৩৭ টি শো হাউজফুল ছিল, অকুপেন্সিও বেশ ভালো। সবগুলো মিলিয়ে রেকর্ড আয় করলেও একক ভাবে কোন সিনেমা রেকর্ড করতে পারেনি।
প্রথমদিন বক্স অফিসে বরবাদের আয় ২৮ লাখ। বরবাদের (২৮ লাখ) ওয়ার্ড অফ মাউথ পজেটিভ হলেও দরদ (৩০ লাখ) ও তুফানের (২৯ লাখ) চেয়ে প্রথম দিনে কম কালেকশন করেছে। আজ সবগুলো সিনেমার শো সংখ্যা বাড়ছে, স্বভাবতই আয়ও বাড়বে।
তবে প্রযোজক কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে এখনও এ বিষয়ে কিছু বলেননি। পাশাপাশি ঈদে টানা ৬ দিন ছুটি, সাম্প্রতিককালে কোন ঈদেই এত দীর্ঘ টানা ছুটি ছিল না। এই ৬ দিনের আয়ই ধারণা দিবে লং রানে কোন সিনেমা কত মাল্টিপ্লেক্স গ্রস দিবে।
গত কয়েক বছরের রোজার ঈদের সাথে তুলনা করলে সিনেমাগুলো খুব ভালো ওপেনিং দিয়েছে। গত বছর রাজকুমার মাত্র ১২ লাখ টাকা ওপেনিং দিয়েছিল। যা ছাড়িয়ে গিয়েছে বরবাদ ও দাগি দুটো চলচ্চিত্রই।
চলচ্চিত্র প্রযোজক- পরিবেশক সমিতির তথ্যমতে, দেশে নিয়মিত ও অনিয়মিত সব মিলিয়ে প্রেক্ষাগৃহের সংখ্যা ১৭০ থেকে ১৮০ হতে পারে। সেখানে ছয়টি সিনেমার প্রেক্ষাগৃহ নিয়ে তুমুল প্রতিযোগিতা করতে হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।