জুমবাংলা ডেস্ক : শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ঢাকা বিআরটি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: ব্যবস্থাপক (আইটি)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস/সড়ক পরিবহণ বিষয়ে কম্পিউটার প্রোগ্রামিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৫–এর স্কেলে ৩.৫ এবং ৪–এর স্কেলে ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। কমপক্ষে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সড়ক পরিবহণ খাতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর
মূল বেতন: ৭৯,০০০ টাকা (কোম্পানি গ্রেড–৪)। এ ছাড়া বিধি মোতাবেক অন্যান্য ভাতা দেওয়া হবে।
২. পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি/এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ২.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
মূল বেতন: ২৫,০০০ টাকা (কোম্পানি গ্রেড-৫)। এ ছাড়া বিধি মোতাবেক অন্যান্য ভাতা দেওয়া হবে।
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ। স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এসএসসি/এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ২.০০ থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী। টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
মূল বেতন: ২২,০০০ টাকা (কোম্পানি গ্রেড-৬)। এ ছাড়া বিধি মোতাবেক অন্যান্য ভাতা দেওয়া হবে।
তাপদাহের কারণে অভিভাবকদের দাবী ছুটি, শিক্ষা প্রশাসন যে জবাব দিলো
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা: ২ মে থেকে ৩১ মে ২০২৪, রাত ১২টা পর্যন্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।