বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি ইউটিউব টিভির ব্যবহারকারীদের জন্য মাল্টিভিউ ফিচার চালু হয়েছে। এত দ্রুত ফিচারটি চালু হবে তা অনেকেই ভাবতে পারেনি। চলতি মাসেই ইউটিউব তাদের ইউটিউব টিভির সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছে। তারপরও গ্রাহকরা মাল্টিভিউ ফিচারের কথা বিবেচনা করে আগ্রহ দেখিয়ে চলেছে।
মাল্টিভিউ ফিচারের চাহিদা বিবেচনায় ইউটিউবও তাই ফিচারটি দ্রুত নিয়ে এসেছে। এই ফিচারের মাধ্যমে একইসঙ্গে একাধিক ভিডিও চালানো যাবে এবং ভিডিওগুলো একইসঙ্গে সিনক্রোনাইজ করা যাবে।
এই ফিচারটি খেলাপ্রেমীদের জন্য একটি বড় আকর্ষণ হয়ে দেখা দিয়েছে। অনেক সময় পাশাপাশি দুটো খেলা দেখার সুযোগ মেলে না। কিন্তু এই ফিচারের মাধ্যমে তা সহজেই করা যাবে। তবে টেক এক্সপার্টরা মনে করছেন, সম্প্রতি ইউটিউব টিভির সাবস্ক্রিপশন ফি বাড়ানোর সমালোচনা চাপা দিতেই তাড়াহুড়ো করে ফিচারটি সবার জন্য উন্মুক্ত করেছে ইউটিউব। ফিচারে যে এখনও নানা বাগ রয়েছে তা অনুমান করাই যায়।
সূত্র: দ্য ভার্জ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।