বিনোদন ডেস্ক : মাত্র ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতা নিয়েও তিন দশক বলিউড শাসন করেছেন। দুই স্ত্রী, তিন সন্তান থাকতেও ৬০ বছরের জন্মদিনে ঘোষণা করেছেন নতুন প্রেমের কথা। প্রেমিকার সঙ্গে এই বয়সে একত্রবাস করছেন, জানিয়েছেন অকপটে। এ বার আরও এক কাণ্ড ঘটালেন তিনি। একেবারে রাস্তায় নেমে বড়া পাও বিক্রি করছেন আমির। আবার সঙ্গে দিচ্ছে কাঁচা লঙ্কা!
মুম্বইয়ের দাদার এলাকায় একেবারে ঠেলায় সবুজ চাটনি আলুর পকোড়া দিয়ে বড়া পাও বিক্রি করছেন অভিনেতা। শুধু বিক্রি করেছেন তা নয়, নিজেও খেয়েছেন এক টুকরো। অভিনেতাকে দেখতে রাস্তায় বিপুল ভিড় জমে যায়। সকলেই নিজেদের ফোনের ক্যামেরায় বন্দি করেন অভিনেতাকে।
তারকাকে এমন মাটির কাছকাছি পেয়ে যাবেন সেটা ভাবতে পারেননি সেখানকার স্থানীয়রা। যদিও এত কিছুর মধ্যে অনেকেই প্রশ্ন তুলেছেন, আমিরের হাতে দস্তানা নেই কেন? অন্য আর একজন প্রশ্ন তোলেন, ‘‘আমি খালি হাতে এ ভাবে বড়া পাও বিক্রি করেছেন কেন? যদিও অনেকেরই ধারণা, আমির তাঁর আসন্ন ছবি ‘সিতারে জ়ামিন পর’ ছবির প্রচার শুরু করে দিয়েছেন।
সম্প্রতি এই ছবির প্রথম ঝলক সামনে এসেছে। আর তা দেখেই শুরু হয়েছে সমালোচনা। বোঝা যায়, এ এক শিক্ষকের কাহিনি। বাস্কেটবল দলের প্রশিক্ষক নানা কারণে জড়িয়ে যান আইনি ঝামেলায়। তার পর তাঁর উপর দায়িত্ব পড়ে এক দল বৌদ্ধিক ভাবে বিশেষ ক্ষমতাসম্পন্ন কিশোরকে প্রশিক্ষণ দেওয়ার।
ঠিক একই চিত্রনাট্যে ২০২৩ সালে মুক্তি পেয়েছিল হলিউডের ছবি ‘চ্যাম্পিয়ন্স’। সে ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল উডি হ্যারেলসনকে। আমিরের ছবির প্রথম ঝলক দেখেই সমালোচনায় ভেসে গিয়েছে সমাজমাধ্যম।
নিন্দকেরা বলতে শুরু করেছেন, হলিউডি ছবি থেকে দৃশ্যের পর দৃশ্য নকল করে ফেলেছেন আমির। এক নেটাগরিক গোটা বলিউডের সমালোচনা করে বলেছেন, “বলিউড কী? এ হল এমন এক শিল্পক্ষেত্র যেখানে মৌলিকতা উধাও হয়ে গিয়েছে।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।