Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home মুমিনদের কাছে পবিত্র মদিনা নগরীর গুরুত্ব
    ইসলাম ধর্ম

    মুমিনদের কাছে পবিত্র মদিনা নগরীর গুরুত্ব

    Mynul Islam NadimFebruary 6, 20254 Mins Read
    Advertisement

    ধর্ম ডেস্ক : আল্লাহ স্বয়ং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অভিহিত করেছেন রহমাতুল্লিল আলামিন হিসেবে। জগতের সেরা মানব হজরত মুহাম্মদ (সা.)-কে বলা হয় বিশ্বের সবচেয়ে প্রভাব বিস্তারকারী মহাপুরুষ। অন্য কোনো নবী বা ধর্ম প্রচারক মানুষের হƒদয়রাজ্যে এত বেশি ঠাঁই পাননি। মহানবী (সা.)-এর ওপর যে আসমানি কিতাব নাজিল হয় সেই কোরআন বিশ্বের সবচেয়ে পঠিত গ্রন্থ হিসেবে বিবেচিত। মহানবী (সা.)-এর অনুসারী মুসলমান সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম হলেও অনুসারীদের ওপর তাঁর যে প্রভাব ১৪০০ বছর পরও সগর্বে বিরাজমান তা অন্য কোনো পয়গম্বর বা ধর্ম প্রবর্তকের ক্ষেত্রে দেখা যায় না।

    মদিনা

    রসুল (সা.) জন্মগ্রহণ করেন মক্কায়, তাঁর ওফাত হয় মদিনায়। তাঁর জীবনের মদিনা অংশ খুবই গুরুত্বপূর্ণ। যখন মক্কায় ইসলামের দাওয়াত প্রচার করা সম্ভব হচ্ছিল না, তখন মহান আল্লাহর আদেশে প্রিয় নবী (সা.) মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। প্রিয় নবীর শুভাগমনে ধন্য হয় ওই নগরী। ধন্য হয় এর অধিবাসীরাও। দূর হয় অন্যায়-অরাজকতা। ন্যায় ও ইনসাফের সুবাতাস ছড়িয়ে পড়ল চারদিকে। প্রিয় নবীর স্পর্শে ঊষর মরুর তপ্ত বালুও যেন মুক্তায় পরিণত হলো। সবুজ সজীব হয়ে উঠল চারদিক। তখন থেকেই ইয়াসরিব নগরীর নাম হলো মদিনাতুন্নবী অর্থাৎ নবীর নগরী। মদিনাতুন্নবী অতুলনীয় মর্যাদা ও বৈশিষ্ট্যপূর্ণ নগরী। তার সবচেয়ে বড় মর্যাদা হলো, এ পুণ্যভূমিতেই বিশ্রাম নিচ্ছেন মহানবী (সা.)। তাঁর রওজা বুকে ধারণ করে মদিনা চির ধন্য, চির অনন্য।

    রসুল (সা.)-এর সবচেয়ে পছন্দের জায়গা ছিল মদিনা। সফর থেকে ফেরার সময় মদিনার কাছাকাছি পৌঁছে তিনি উটের গতি বাড়িয়ে দিতেন এবং মদিনায় পৌঁছার জন্য ব্যাকুল হয়ে পড়তেন। মদিনায় পৌঁছে তাঁর হৃদয় শীতল হতো। শুধু তা-ই নয়, তাঁর উম্মতদের মদিনায় অবস্থানের জন্য উদ্বুদ্ধ করেছেন তিনি। এ নগরীকে আবাসস্থল বানাতে এবং এতে মৃত্যু কামনা করতেও উৎসাহ দিয়েছেন। মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি একনিষ্ঠভাবে আমার মাজার জেয়ারত করবে কেয়ামতের দিন সে আমার পাশে থাকবে। আর যে ব্যক্তি মদিনায় বসবাস করবে এবং তার বিপদাপদের ওপর ধৈর্য ধারণ করবে কেয়ামতের দিন তার জন্য আমি সাক্ষী ও সুপারিশকারী হব। আর যে ব্যক্তি দুই পবিত্র নগরীর (মক্কা-মদিনা) যে কোনো একটিতে মৃত্যুবরণ করবে কেয়ামতের দিন আল্লাহ তাকে নিশ্চিন্ত করে ওঠাবেন।’ (শুয়াবুল ইমান লিল বায়হাকি ও মিশকাত) অন্য হাদিসে রসুল (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে যার পক্ষে সম্ভব সে যেন মদিনায় মৃত্যুবরণ করে। কেননা যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করবে আমি তার জন্য সুপারিশ করব।’ (ইবনে হিব্বান)

    পবিত্র মদিনা নগরীর প্রতি রয়েছে আল্লাহর বিশেষ রহমত। মদিনার ফলমূলেও রয়েছে রোগ নিরাময়ের বৈশিষ্ট্য। মদিনার ধুলাবালি ও মাটি ব্যবহার করে অনেকের রোগমুক্তির ঘটনাও জানা যায়। শায়েখ আবদুল হক মুহাদ্দেস দেহলভি (রহ.) বলেন, ‘আমি নিজেও মদিনার মাটি দ্বারা চিকিৎসার বিষয়টি পরীক্ষা করছি।

    মদিনায় অবস্থানকালে একবার আমার পা প্রচণ্ড ফুলে যায়। চিকিৎসকরা সর্বসম্মতভাবে একে দুরারোগ্য ব্যাধি ও মৃত্যুর কারণ বলে মন্তব্য করেন। এরপর আমি এ পবিত্র মাটি দ্বারা চিকিৎসা শুরু করি। আর অল্প দিনের মধ্যেই আমার পা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে।’ মুসলিমের হাদিসে মদিনার মাটিকে শেফা বলে উল্লেখ করা হয়েছে। মদিনায় ‘আজওয়া’ নামক এক বিশেষ খেজুর রয়েছে। এ খেজুরগুলো অনেক উপকারী।

    হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি সকালে সাতটি আজওয়া খেজুর খাবে সেদিন কোনো প্রকার বিষ ও জাদু তার ক্ষতি করতে পারবে না।’ (বুখারি, মুসলিম, মিশকাত) মদিনা একটি বরকতপূর্ণ নগরী। প্রিয় নবী (সা.) তাঁর বরকতের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, ‘হে আল্লাহ! আপনি মক্কায় যে বরকত দান করেছেন তার দ্বিগুণ বরকত মদিনায় দান করুন।’ (বুখারি, মুসলিম, মিশকাত) আসমানের ফেরেশতারা সর্বদা পবিত্র এ ভূখণ্ডের প্রহরায় নিয়োজিত রয়েছে বলে হাদিসে এসেছে।

    দাজ্জালের আবির্ভাবের পর পৃথিবীবাসী যখন তার ভয়ে ভীত থাকবে, তার ফেতনা যখন ছড়িয়ে পড়বে বিশ্বময়, পৃথিবীর সর্বত্র বিচরণ করতে সক্ষম হলেও তখন সে মদিনায় প্রবেশ করতে পারবে না। হাদিসে আছে, মক্কা ও মদিনা ছাড়া এমন কোনো শহর নেই যা দাজ্জালের পদার্পণে বিপর্যস্ত হবে না। মক্কা-মদিনার প্রতিটি ফটকেই ফেরেশতারা সারিবদ্ধ হয়ে পাহারায় নিয়োজিত আছে। (বুখারি, মুসলিম)

    নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

    এ শহরে নেক আমলের সওয়াবও অনেক বেশি। এখানে রমজানের এক মাস রোজা রাখার সওয়াব অন্যান্য শহরে অবস্থান করে এক হাজার মাস রোজা রাখার সওয়াবের সমান। মদিনায় একবার জুমার নামাজ আদায়ের সওয়াব অন্যান্য শহরে এক হাজার জুমার নামাজ আদায়ের সমান। এমনিভাবে এখানে যে নেক আমলই করা হোক তার প্রতিদান অন্যান্য শহরের আমলের চেয়ে এক হাজার গুণ বেশি। কোনো কোনো বর্ণনায় ৫০ হাজার গুণের কথাও রয়েছে। মদিনার অবস্থান প্রতিটি মোমিনের হৃদয়ে। যে কারণে হজ পালনের জন্য যারা মক্কায় যান তারা মদিনায় রসুল (সা.)-এর রওজা জিয়ারত করাকে অবশ্যকর্তব্য বলে ভাবেন।

    লেখক : এম এ মান্নান

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ইসলাম কাছে গুরুত্ব ধর্ম নগরীর পবিত্র মদিনা মুমিনদের
    Related Posts
    গায়েবানা জানাযা

    গায়েবানা জানাযা কি, কখন কিভাবে আদায় করতে হয়?

    July 18, 2025
    জুমার দিনে যে পাঁচটি ভুল

    জুমার দিনে যে পাঁচটি ভুল কাম্য নয়

    July 18, 2025
    নারী নেতৃত্বের ইসলামিক গাইডলাইন

    নারী নেতৃত্বের ইসলামিক গাইডলাইন: ক্ষমতায়নের পথে আলোর সন্ধানে

    July 13, 2025
    সর্বশেষ খবর
    এসইও শেখার বাংলা গাইড

    এসইও শেখার বাংলা গাইড: শুরু করুন সহজে – ডিজিটাল দুনিয়ায় নিজের জায়গা তৈরি করুন!

    আইফোনের অজানা ফিচার

    আইফোনের অজানা ফিচার: আপনার ডিভাইসের লুকানো সুপারপাওয়ার!

    বিএনপি

    ‘শাহী চোর-চাঁদাবাজ হলো আওয়ামী লীগ আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ’

    সোনাক্ষী

    এয়ারপোর্টে স্বামীর গায়ে হাত এবং কড়া ভাষায় তিরস্কারও করেলেন সোনাক্ষী!

    মুস্তাফিজ

    টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রান খরচের রেকর্ড গড়লেন মুস্তাফিজ

    বিখ্যাত ইউটিউবারদের আয়

    বিখ্যাত ইউটিউবারদের আয়: রহস্য উন্মোচন!

    রোলস রয়েস

    পূর্বাচলে বিলাসবহুল রোলস রয়েস দুমড়ে গেল কুকুরের দৌড়ে

    ঘরোয়া স্বাস্থ্য টিপস

    ঘরোয়া স্বাস্থ্য টিপস: আপনার দৈনন্দিন জীবনে সুস্থতার সহজ রহস্য

    Fix Android Internet Issues

    Fix Android Internet Issues: Quick Solutions

    অনুপম

    আমি এবং কিরণ এখন আলাদা ঘরে থাকি: অনুপম

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.