স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টে টানা ফিফটির রেকর্ড গড়ে ‘লিটল ব্র্যাডম্যান’ উপাধি পেয়েছিলেন টাইগার ব্যাটার মুমিনুল হক। তবে অভিজ্ঞ বাঁ-হাতি এ ব্যাটার বর্তমানে সেভাবে ধারাবাহিক নন। এবার তো বিব্রতকর একটি রেকর্ড গড়লেন তিনি।
জ্যামাইকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লক্ষ্যে নেমে তারা ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১০ রানেই ২ উইকেট হারিয়ে বসে। দ্বিতীয় উইকেটটি মুমিনুলের, ৬ বল খেলে রানের খাতা খোলার আগেই কেমার রোচের বলে বিদায় নিয়েছেন। ফুল লেংথে ফেলা বলটি মুমিনুলের ডিফেন্ড করতে চাওয়া ব্যাট ছুঁয়ে আটকে যায় ক্যারিবীয় উইকেটরক্ষকের গ্লাভসে।
শূন্য রানে আউট হয়েই লজ্জার রেকর্ডটি গড়লেন মুমিনুল। তিনি এখন টেস্টে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে ডাক নিয়ে আউট হওয়া ক্রিকেটার। এতদিন রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের। ৬১টি টেস্টে সাবেক এই বাংলাদেশ অধিনায়ক ১৬ বার শূন্য রানে আউট হয়েছিলেন। ৬৯তম টেস্টে গতকাল খেলতে নেমে মুমিনুল তাকে ছাড়িয়ে ১৭ বার আউট হলেন শূন্য রানে।
তালিকায় পরের দুটি নাম অবশ্য স্বীকৃত ব্যাটারের নয়, ১৩ বার টেস্টে শূন্য–তে আউট হন পেসার খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম। সমান সংখ্যকবার ডাক মেরেছেন মুশফিকুর রহিমও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।