এবার কার বিছানায় শুয়ে গান গাইলেন মমতাজ

Momtaz Begum

বিনোদন ডেস্ক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চাপের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই আত্মগোপনে চলে যান মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কন্ঠশিল্পী মমতাজ বেগম।

Momtaz Begum

সংসদে গান গেয়ে আলোচনা-সমালোচনার জন্ম দেয়া সাবেক এই এমপি আত্মগোপনে দেশেই আছেন বলে দাবি করেন অনেকেই। তবে মমতাজ বেগম আসলে কোথায় আছেন তা জানেন না তার এলাকার জনগণও।

এদিকে, প্রায় এক যুগ আগে গুলি করে চারজনকে হত্যার ঘটনায় গত বুধবার মানিকগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজ বেগমসহ ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০–৬০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার বিষয়ে মমতাজ বেগমের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগ করেও সম্ভব হয়নি। তিনি কোথায় অবস্থান করছেন সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

এরই মধ্যে, রোববার (১৩ অক্টোবর) বিকেলে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব হতে দেখা গেল মমতাজ বেগমকে। তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে নিজের গাওয়া একটি গান পোস্ট করে আবারো জানান দিলেন নিজের শিল্পী সত্ত্বার। একটি রুমের ভেতরে বিছানায় আধশোয়া হয়ে ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?’ গানটি পরিবেশন করতে দেখা গেছে তাকে। এই গানটি কবে কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়েও নিশ্চিত করে কিছু জানা যায়নি।

অপরদিকে, মমতাজ বেগমের ফেসবুক আইডিতে গানটি পোস্ট করার পর মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। অনেক শুভাকাঙ্খী জনপ্রিয় এই কন্ঠশিল্পীকে শুভেচ্ছায় সিক্ত করলেও সমালোচনাও করেন অনেকে।