বিনোদন ডেস্ক : ভয়ংকর ‘মুণ্ডু কাটা’ দৃশ্য সংশোধন না করেই প্রেক্ষাগৃহে চালানো হচ্ছে ‘তুফান’ সিনেমা। এ অভিযোগে অভিযুক্ত হওয়ার পরই ভয়ংকর দৃশ্যটি সংশোধন করেছে ‘তুফান’ সিনেমা কর্তৃপক্ষ।
স্পর্শকাতর দৃশ্য অস্পষ্ট না করে কীভাবে সেন্সর পেল এ বিষয়ে ‘তুফান’ সিনেমার পাশাপাশি সমালোচিত হয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডও।
সেন্সর বোর্ডের দিকে আঙুল উঠতেই তারা বলছেন, ‘তুফান’ সিনেমার ভয়ংকর দৃশ্যগুলো ব্লার ( অস্পষ্ট) করার কথা মৌখিকভাবে বলা হয়েছিল। তবে নিয়মনীতির তোয়াক্কা না করে কোনো পরিবর্তন ছাড়াই ‘তুফান’ সিনেমা হলে চালানো হয়েছে।
বিষয়টি নিয়ে ‘তুফান’ সিনেমা সমালোচিত হলে ভয়ংকর দৃশ্যগুলো সংশোধন করা হয়। রোববার (২৩ জুন) থেকে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে, ‘মুণ্ডু কাটা’ দৃশ্য ব্লার করা হয়েছে।
ভয়ংকর দৃশ্য অস্পষ্ট না করার অভিযোগের আগে বিদেশে অর্থপাচারের অভিযোগ উঠেছিল সিনেমাটির বিরুদ্ধে। এ অভিযোগ আনেন এফডিসির ১৯ সংগঠনের নেতারা। তবে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিষয়টিকে ভিত্তিহীন বলে দাবি করা হয়।
রায়হান রাফি পরিচালিত ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘তুফান’ সিনেমা এখন প্রেক্ষাগৃহে হাউজফুল চলছে। ঈদে মুক্তি পাওয়া ৫টি সিনেমার মধ্যে দর্শক আগ্রহের শীর্ষে রয়েছে সিনেমাটি।
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী।
কোন পাখি বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য মেঘের উপর দিয়ে উড়ে চলে যায়
অভিনয় আরও আছেন ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েত। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রুপালি পর্দায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।