‘মুন্নি’ গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললেন ৪৮ বছর বয়সী মালাইকা

মালাইকা

বিনোদন ডেস্ক : বলিউডের সবথেকে জনপ্রিয় ডান্সার দের মধ্যে অন্যতম হলেন মালাইকা আরোরা। ৪৮ বছর বয়সেও তিনি এখনো যেরকম সুন্দরী রয়েছেন এবং নিজের চেহারাটাকে মেইনটেইন করে রেখেছেন সেরকম হয়তো অন্যান্য অভিনেত্রীরা পারেননি।

মালাইকা

৪৮ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি একটি ক্যাসিনোর লঞ্চ ইভেন্টে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন। সেই লঞ্চ ইভেন্টে আবারো নিজের পুরনো বিখ্যাত গান মুন্নি বদনাম হুয়ি গানে কোমর দুলিয়েছেন অভিনেত্রী। এই বিষয়টি নিয়ে জনগণের ট্রলের শিকার হলেও, অনেকদিন পরে আবার তাকে নিজের পুরনো ভূমিকায় দেখা গেল।

মালাইকা আরোরা নিজের অফিসিয়াল Instagram প্রোফাইলে সেই নাচের একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে তাকে অন্যদিনের মতোই একেবারে দুর্দান্ত লাগছে। একটি ক্যাসিনোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সেখানে একেবারে স্টেজ মাতিয়ে দিয়েছেন অভিনেত্রী মালাইকা আরোরা।

এই অনুষ্ঠানে তিনি একটি স্লিভলেস ডিপনেক গাউন পরে স্টেজে উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি একটি ধামাকা ধার পারফরম্যান্স দিয়েছেন এবং উনার নাচ দেখে তার ভক্তরা একেবারে কার্যত পাগল হয়ে গিয়েছেন।

মালাইকা আরোরা এই নাচের জন্য নানান বিতর্কের সম্মুখীন হলেও সেই বিষয়টিকে তেমন ভাবে গায়ে মাখেননি অভিনেত্রী। বরং পুরো বিষয়টিকে তিনি একটি কমপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করে বিপরীতে উত্তর দিয়েছেন, মুন্নী আর কতবার বদনাম হবে?

নোরা ফতেহিকেও হার মানাবে মহিষের ড্যান্স, তুমুল ভাইরাল ভিডিও

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অনেকেই শুরু করেছেন লেখালেখি। অনেকে কমেন্ট করেছেন স্টানিং, আবার অনেকে অভিনেত্রীকে নিয়ে করেছেন বিতর্কিত কমেন্ট। সব মিলিয়ে এই মুহূর্তে অভিনেত্রীর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ার চর্চায় রয়েছে।