মুন্সিগঞ্জে নৌ-পুলিশের অভিযানে প্রায় ৪ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস

munsiganj

জুমবাংলা ডেস্ক : মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর নৌ-পুলিশের অভিযানে ৩ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে সেগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

munsiganj

মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বিকাল পাঁচটার দিকে উপজেলার বাগবাড়ি এলাকার একটি দোকানে তল্লাশি করে ১৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ২০ পিস অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার মূল্য আনুমানিক ৩ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকা। জব্দকৃত কারেন্ট জাল ও দুয়ারি জালগুলো সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসেমের উপস্থিতিতে জনসন্মুখে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ৬৬টি গণকবরের উদঘাটন

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস কর্মকর্তা, মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ও সদর থানা পুলিশের একটি দল।