বিনোদন ডেস্ক : শোবিজের পরিচিত নাম সালমান মুক্তাদির। বিভিন্ন ইস্যুতে একাধিকবার নিজের নাম জড়িয়েছেন, এসেছেন আলোচনায়। তবে এবার তার সঙ্গে নাম জড়িয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ১০ মিনিট স্কুলের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদের সঙ্গে। কারণ সম্প্রতি মুনজেরিনের কাছে পরীক্ষা দিয়েছেন ইউটিউবার থেকে অভিনেতা হয়ে ওঠা সালমান মুক্তাদির।
নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে সে ভিডিও। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মুনজেরিনের কাছে নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন সালমান। একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছেন। তবে বাংলায় নয়, পুরোটাই ইংরেজিতে।
আইইএলটিএসের স্পিকিং টেস্টের প্র্যাকটিস ভিডিও ছিল এটা। যেখানে প্রথম ভাগে মুনজেরিন সালমানের অবসর সময়, ফিট থাকার উপায়, মানুষকে উৎসাহ দেয়ার পথ জানতে চায়।
প্রায় ১৪ মিনিটের ভিডিওতে ছিল স্পিকিং টেস্টের তিনটি বিভাগ। তিনটি বিভাগেই চমৎকারভাবে ইংরেজিতে কথা বলার দক্ষতা দেখাতে পেরেছেন সালমান।
সব প্রশ্নের উত্তরই অল্প বাক্যে শেষ করেননি সালমান। ইংরেজিতে অনর্গল কথা বলার ক্ষেত্রে ব্যক্তিজীবনে ঘটে যাওয়া অনেক ঘটনাকে উদাহরণ হিসেবে টেনেছেন। তাই মুনজেরিনের ইংরেজি ভাষার দক্ষতার পরীক্ষায় ভালোই উতরে গেছেন সালমান মুক্তাদির।
এ ভিডিওর কমেন্ট বক্সের নেটিজেনদের সব মন্তব্যই ছিল ইতিবাচক। এমন একটি সুন্দর শিক্ষণীয় ভিডিও তৈরি করার জন্য শিক্ষার্থীদের শুভকামনায় ভাসছেন এ দুই জনপ্রিয় ব্যক্তিত্ব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।