লাইফস্টাইল ডেস্ক : পৃথিবীতে বহু ধরণের পাখি আছে। তবে এর মধ্যে মুরগি কিন্তু প্রায় সব দেশেই পাওয়া যায়। তবে বিভিন্ন ধরণের মুরগি আছে যদিও জায়গা বিশেষে সেগুলি বেশি পছন্দ করে মানুষ। মানুষের মতো পাখি কিংবা প্রাণীদেরও বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন মুরগির ঠিক তেমনই কিছু বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে আজ আপনাদের জানাবো।
যারা মুরগি বাড়িতে পোষেন তারা জানতে পারবেন মুরগি মাঝে মধ্যেই মাটিতে গর্ত করে নিজের ঠোঁট বা পায়ের নখের সাহায্যে। জানেন তাদের এমন করার কারণ কি? এই প্রশ্নের উত্তর কিন্তু অধিকাংশ মানুষই দিতে গিয়ে হিমশিম খাবেন। কারণ এই ধরণের কাজ মুরগিরা কেন করে এই বিষয়ে নেহাতই আপনাদের হয়তো এর আগে কেউই জানাননি।
তাহলে বলি মুরগি নিজের মুখ দিয়ে মাটিতে গর্ত করে প্রধানত দুটি কারণে। প্রথম কারণ হিসাবে বলা যায় মুরগিরা যখন খুব বিরক্ত হয় কিংবা রেগে যায় তখন তারা এমন গর্ত খুঁড়ে নেয়। ও তার মধ্যে নিজের শরীর ঢুকিয়ে বসে থাকে। প্রাণী মাত্রই রাগ আছে তবে মুরগি তার রাগ কিন্তু মাটিতে বর্জন করে দেয় বলাই যায়।
আবার আরেকটি কারণ হিসাবে বলা হয়, মুরগির শরীর খুব গরম হয়ে গেলে মাটিতে গর্ত করে সেই তাপ বর্জন করে। অর্থাৎ মাটির উপর গরম হলেও নিচের মাটি ঠান্ডা থাকে। সেই কারণে তারা মাটি খুঁড়ে নিজের শরীর সেখানে ঢুকিয়ে রাখে ও ধীরে ধীরে ঠান্ডা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।