বিনোদন ডেস্ক : ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয়েছিল মোশাররফ করিমের। ওপার বাংলার দর্শক বেশ ভালোভাবেই গ্রহণ করেছিলেন বাংলাদেশের এ অভিনেতাকে। আর তাই মোশাররফ করিমকে নিয়ে নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন ব্রাত্য বসু।
ঘোষণাতেই আটকে থাকেনি ব্রাত্য বসুর সিনেমা। কাজ শেষ করে সম্প্রতি প্রকাশ করেছেন সিনেমার ঝলক। আর তাতেই নেট দুনিয়ায় রীতিমতো হইচই মোশাররফ করিমকে নিয়ে।
মোশাররফ করিমকে নিয়ে ব্রাত্য বসুর নতুন সিনেমার নাম ‘হুব্বা’। প্রকাশ হওয়া ফার্স্টলুকে দেখা গেছে, পিস্তল হাতে হাসছে হুব্বা। গলায় গাঁদা ফুলের মালা। তার দুই পাশে আটজন সহকারী, তারাও তাকিয়ে আছে একই ভঙ্গিমায়।
জানা গেছে, পশ্চিমবঙ্গে হুগলি জেলার হুব্বা শ্যামল নামের এক গ্যাংস্টারের গল্পে নির্মিত হয়েছে ‘হুব্বা’। হুগলি জেলায় তার আধিপত্য ছিল নব্বই দশকের শেষ দিকে। তাকে হুগলির দাউদ ইব্রাহিমও বলা হতো। অসংখ্য মামলার আসামি হুব্বা একসময় রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন। এতো সব পর ২০১১ সালে তার মরদেহ পাওয়া যায় ভাসমান অবস্থায়।
সিনেমায় হুব্বা চরিত্রে মোশাররফ করিম। আরও আছেন পৌলমী বসুসহ কলকাতার নাট্যজগতের বেশ কয়েজন শিল্পী। নির্মাতা জানান, শিগগিরই সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
সিনেমাটি নিয়ে ভারতীয় গণমাধ্যমকে ব্রাত্য বসু বলেন, থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এই ছবি। হুব্বা শ্যামল হুগলির দাউদ ইব্রাহিম নামে পরিচিত ছিলেন। এই ছবির মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।