স্পোর্টস ডেস্ক : বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গুরুত্বপূর্ণ ম্যাচটির কথা হয়তো ভুলে যেতে চাইবেন কুমিল্লার পেসার মুশফিক হাসান। বিপিএল ইতিহাসে লজ্জার রেকর্ডে নাম লেখালেন এই তরুণ পেসার। বিপিএলের ইতিহাসে চার ওভারের স্পেলে সবচেয়ে বেশি রান দিয়েছেন তিনি।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা। টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ১৮৫ রানের বড় পুঁজি পায় রংপুর। কুমিল্লার পেসার মুশফিক হোসেন ৪ ওভারে দেন ৭২ রান। যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ।
চলতি বিপিএলে চার ওভারের স্পেলে সবচেয়ে বেশি খরুচে বোলার হিসেবে নাম লিখিয়েছিলেন আরেক দেশীয় ক্রিকেটার আল আমিন হোসেন। কুমিল্লার বিপক্ষে ৪ ওভারে ৬৯ রান দিয়েছিলেন তিনি। তার রেকর্ড ভাঙলেন আজ মুশফিক।
জনপ্রিয় এই টুর্নামেন্টটিতে ইতিহাস গড়লেও টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে অষ্টম খরুচে বোলার এখন মুশফিক। টি-টোয়েন্টি ক্রিকেটে চার ওভারের স্পেলে সবচেয়ে খরুচে বোলার ম্যাটি ম্যাককির্নান। ডার্বিশায়ারের এই বোলার ৪ ওভারে ৮২ রান দিয়ে খরুচে বোলারের তালিকায় শীর্ষে রয়েছেন। ২০২২ সালে সামারসেটের বিপক্ষে এই রেকর্ড গড়েন ম্যাককির্নান।
ম্যাটি ম্যাককির্নান- ৪ ওভারে ৮২ রান
সরমাদ আনোয়ার- ৪ ওভারে ৮১ রান
বেন স্যান্ডারসন- ৪ ওভারে ৭৭ রান
কায়েস আহমেদ- ৪ ওভারে ৭৭ রান
কাসুন রাজিথা- ৪ ওভারে ৭৫ রান
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।