ইজতেমা ময়দানে মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক : টঙ্গীর তুরাগ তীরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমায় যোগ দিতে ময়দানে এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

মুশফিকুর রহিম

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তিনি ইজতেমা ময়দানে প্রবেশ করেন। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইজতেমা আয়োজক কমিটির কাকরাইলের সূরা ওয়াসিফুল ইসলামের ছেলে মুফতি ওসামা ইসলাম ও ইজতেমা ময়দানের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।

তিনি ইজতেমা ময়দানে তিন দিন অবস্থান করে মুরুব্বিদের বয়ান শুনবেন ও নফল ইবাদত, জিকির-আসকারে মশগুল থাকবেন।

শুক্রবার আরও ক্রিকেটার ও মিডিয়া জগতের তারকারা আসার কথা রয়েছে বলেও বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ সায়েম।