বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার অপেক্ষায় রয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করেছে, তাতেই সুযোগ এসে গেল মুশফিকের সামনে। ঐতিহাসিক ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হতে যাচ্ছে আসছে ডিসম্বেরেই!
বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর বাংলাদেশে পা রাখবে আইরিশরা। দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির এই পূর্ণাঙ্গ সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১১ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১৯ নভেম্বর, ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। সব কিছু পরিকল্পনামাফিক হলে এই ম্যাচেই শততম টেস্টে নামবেন মুশফিকুর রহিম।
২০০৫ সালে টেস্ট অভিষেক হওয়া মুশফিক এখন পর্যন্ত খেলেছেন ৯৮টি টেস্ট। এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি করেছেন ১২টি সেঞ্চুরি ও ২৭টি অর্ধশতক, যার মাধ্যমে মোট রান ৬ হাজার ৩২৮। তার গড় দাঁড়িয়েছে ৩৮ দশমিক ১০। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও মুশফিক এখনও টেস্ট ফরম্যাটে সক্রিয়, আর এই ফরম্যাটেই নতুন ইতিহাস রচনার দ্বারপ্রান্তে তিনি।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার এই সিরিজটি বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ এবারই প্রথমবার দুই দল পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলবে। এর আগে ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছিল তারা, যেখানে ৭ উইকেটে জয় পেয়েছিল স্বাগতিক বাংলাদেশ।
দুই টেস্ট শেষে সিরিজের শেষ পর্ব অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে দীর্ঘদিন ধরে দলে অবদান রেখে যাচ্ছেন মুশফিকুর রহিম। ৩৮ বছর বয়সে এসে মিরপুরে শততম টেস্ট খেলে শুরু নিজেকেই নয়, রঙিন করবেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকেও।
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ সূচি
ম্যাচ তারিখ ভেন্যু
১ম টেস্ট ১১–১৫ নভেম্বর সিলেট
২য় টেস্ট ১৯–২৩ নভেম্বর মিরপুর
১ম টি–টোয়েন্টি ২৭ নভেম্বর চট্টগ্রাম
২য় টি–টোয়েন্টি ২৯ নভেম্বর চট্টগ্রাম
৩য় টি–টোয়েন্টি ২ ডিসেম্বর চট্টগ্রাম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।