স্পোর্টস ডেস্ক : সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচের পর দেশে ফেরার কথা রয়েছে মুশফিকুর রহিমের। আর এটাকে মুশফিকের ব্যক্তিগত বিষয় বলে উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, শনিবার লঙ্কানদের বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের পর ভারতের বিপক্ষে খেলা পাঁচ দিন পর। হাতে সময় থাকায় মুশফিক দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
শুক্রবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে মুশফিককে নিয়ে প্রশ্নে বাংলাদেশ প্রধান কোচ জানান, তিনি ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করতে চান না। মুশফিকের ব্যাপারটা তার ব্যক্তিগত। আমি এ নিয়ে কমেন্ট করতে চাই না।
শনিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় কলম্বোতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। এদিকে সুপার লিগের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। শনিবার শ্রীলঙ্কাকে হারাতে না পারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে টিম বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।