স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কাকে পেলেই জ্বলে ওঠেন মুশফিক। ২০১৩ সালে লঙ্কানদের বিপক্ষেই নিজের প্রথম ডাবল সেঞ্চুরির ইনিংসটা খেলেছিলেন মুশফিক। আর চলমান সিরিজে তো প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও শতকের দেখা পেয়েছেন তিনি। পাশাপাশি লিটনকে সঙ্গে নিয়ে গড়লেন নতুন বিশ্ব রেকর্ড।
২০১৩ সালে যখন শ্রীলঙ্কার বিপক্ষে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুশফিক তখন আশরাফুলকে নিয়ে ২৬৭ রানের রেকর্ড জুটি করেছিলেন তারা। ৯ বছর পর সেই রেকর্ড ভাঙল আবার। তবে এবার মুশফিকের সঙ্গী লিটন। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ঢাকা টেস্টে প্রথম দিনে মাত্র ২৪ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যান মুশফিক ও লিটন। প্রথম দিনে দুজনেই তুলে নেন শতক।
গতকাল প্রথম দিনের খেলা শেষে মুশফিক অপরাজিত ছিলেন ১১৫ আর লিটন ছিলেন ১৩১ রানে। দ্বিতীয় দিনের শুরুতে আরও ৩৫ মিনিট ব্যাটিং করেছেন দুজন। তাতেই ভেঙেছেন ৯ বছরের পুরনো রেকর্ড। মঙ্গলবার (২৪ মে) সকালে দুজনের জুটি ভাঙার আগে যোগ করেন ১৯ রান। তাতে ছাড়িয়ে গেছেন ২০১৩ সালের মুশফিক-আশরাফুলের ২৬৭ রানের জুটিটা। লিটন-মুশফিকের জুটি থেমেছে ২৭২ রানে।
বাংলাদেশের ক্রিকেটে সবমিলিয়ে তৃতীয় সর্বোচ্চ রানের জুটিও এখন লিটন-মুশফিকের ২৭২ রান। ২০১৭ সালে নিউজিল্যান্ডের মাটিতে মুশফিক-সাকিবের ৩৫৯ রানের জুটিটি রয়েছে এক নম্বরে।
এদিকে দিনের শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে মুশফিক ও তাইজুল জুটি করে দলকে আবারো কিছুটা সামাল দিয়েছেন। মুশফিক এরই মধ্যে দেড়শ পূরণ করেছেন। ১৭১ রানে অপরাজিত আছেন মুশি। ক্রিজে তাকে সঙ্গ দিচ্ছেন এবাদত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৩৬১ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।