মনোনয়নপত্র কিনলেন সংগীতশিল্পী ইভা

সংগীতশিল্পী ইভা

বিনোদন ডেস্ক : মাস খানেক আগেই অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ আসরে প্রার্থী হতে অনেক তারকাই মনোনয়ন ফরম কিনেছিলেন। কিন্তু মনোনয়ন পেয়েছেন হাতেগোনা কয়েকজন। এবার সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হতে মরিয়া হয়ে উঠেছেন শোবিজের নারী তারকারা।

সংগীতশিল্পী ইভা

মূল নির্বাচনের মতো এই আয়োজনেও নারী তারকাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রথম দিনই ফরম কিনতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছুটে গেছেন অনেক তারকা। তারই ধারাবাহিকতায় সংরক্ষিত নারী আসনের (ঢাকা ১৭) ফরম কিনলেন কণ্ঠশিল্পী ইভা আরমান (শেখ উর্মি আরমান)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শকে প্রতিষ্ঠিত করতে চান বলে জানান তিনি।

ফের মনোনয়নপত্র কিনলেন ‘রূপবান’ খ্যাত সুজাতা

ইভা বলেন, আমাদের জননেত্রী যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে সংসদে যাবার সুযোগ দেবেন। আমি সব সময় আওয়ামী রাজনীতির সাথে আছি। মাননীয় প্রধানমন্ত্রী আমার আদর্শ। আমি তার দেখানো পথে হেটে যেতে চাই।