জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেন হাসপাতালে ভর্তি

সংগীতশিল্পী হায়দার হাসপাতালে ভর্তি

বিনোদন ডেস্ক : রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে সংগীতশিল্পী হায়দার হোসেনকে। ডায়াবেটিসজনিত জটিলতা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৫৮ বছর বয়সী এ গায়ক কয়েক বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন।
সংগীতশিল্পী হায়দার হাসপাতালে ভর্তি
মঙ্গলবার (৭ জুন) বিষয়টি নিশ্চিত করে গায়কের স্ত্রী নুসরাত জাহান জানান, সকালের দিকে অসুস্থতাবোধ করলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

‘আমি ফাইসা গেছি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের শিল্পী হায়দার হোসেন একাধারে গীতিকার, সুরকার, গিটারবাদক ও কী-বোর্ড বাদক। তবে গত কয়েক বছর ধরে গানে অনিয়মিত হয়ে পড়েছেন তিনি।

আগামীকাল হজে যাচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত সালওয়া