ডিপফেক ভিডিওতে সংগীতশিল্পী মোদি!

নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ইন্টারনেটের সাম্প্রতিক উটকো ঝামেলাগুলোর একটি ডিপফেক ভিডিও। এবার এর শিকার হলেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি একটি ডিপফেক ভিডিওতে মোদিকে গুজরাটের জনপ্রিয় গরবা নাচের গান গাইতে দেখা যায়। নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে গতকাল শুক্রবার দীপাবলি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদি নিজেই এই ভুয়া ভিডিওর কথা জানান।

নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি তিনি একটি ভিডিও ফুটেজ দেখেছেন, যাতে তাঁকে গরবার গান গাইতে দেখা গেছে। ভিডিওটি ভুয়া জানিয়ে মোদি বলেন, স্কুলজীবনের পর তিনি কখনোই গরবা নাচ-গান করেননি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার করে ডিপফেক ভিডিও তৈরি ‘বড় উদ্বেগের’ বিষয় বলে মন্তব্য করেন মোদি। অনুষ্ঠানে মোদি আরো জানান, তিনি সরকারের চ্যাটজিপিটি টিমকে ডিপফেক ভিডিও চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন।

পল্লী বিদ্যুতে ১৫৪ জনের চাকরির সুযোগ

অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোদি বলেন, অনলাইনে এ ধরনের অনেক ভুয়া ভিডিও রয়েছে। তিনি এমন ভুয়া ভিডিও সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে গণমাধ্যমকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান। ভারতের প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে দায়িত্বের সঙ্গে প্রযুক্তি ব্যবহার করা উচিত। সূত্র : এনডিটিভি