Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home মুখোমুখি মুকেশ আম্বানি ও ইলন মাস্ক, নেপথ্যে কী?
আন্তর্জাতিক

মুখোমুখি মুকেশ আম্বানি ও ইলন মাস্ক, নেপথ্যে কী?

Saiful IslamOctober 23, 20243 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কৃত্রিম উপগ্রহভিত্তিক স্পেকট্রাম বা তরঙ্গ এবং স্যাটেলাইট ব্রডব্যান্ড বাজারের দখল নিয়ে বিশ্বের অন্যতম দুই শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক এবং মুকেশ আম্বানির মধ্যে প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে। ব্রডব্যান্ডের জন্য স্যাটেলাইট স্পেকট্রাম নিলামের পরিবর্তে প্রশাসনিকভাবে বরাদ্দ করা হবে বলে গত সপ্তাহে ভারত সরকার ঘোষণা করার পর মুখোমুখী অবস্থান চরমে পৌঁছায়।

Musk -Ambani

ইলন মাস্ক এর আগে আম্বানির সমর্থিত নিলাম মডেলের সমালোচনা করেছিলেন। ভারতে ইন্টারনেট পরিষেবা দিতে তিনি আগ্রহ প্রকাশ করার পরে ভারত জানিয়েছে, স্যাটেলাইট স্পেকট্রাম বণ্টনের ক্ষেত্রে নিলাম হবে না। বরং প্রশাসনিকভাবে বণ্টন করা হবে স্পেকট্রাম। এর আগে টেরেস্ট্রিয়াল স্পেকট্রামের বণ্টন নিলামের ভিত্তিতে হতো। জিও এবং এয়ারটেল এই পদ্ধতিকেই বেশি পছন্দ করে থাকে। তবে বরাবরই এমন নিলাম পদ্ধতির বিরোধিতা করে এসেছেন ইলন মাস্ক। খবর বিবিসির।

এর আগে রয়টার্স নিউজ এজেন্সি রিপোর্ট করেছে, মুকেশ আম্বানি তার অবস্থান পুনর্বিবেচনা করার জন্য সরকারকে নানা ভাবে প্রভাবিত করছেন। এর প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম এক্স-এ মাস্ক লেখেন, ‘আমি ফোন করে জিজ্ঞেস করব, যাতে খুব সমস্যা না হলে যেন স্টারলিংককেও ভারতের মানুষকে পরিষেবা দিতে দেয়া হয়।’

প্রসঙ্গত, স্টারলিংকের হাত ধরে ভারতীয় টেলিকম মার্কেটে প্রবেশের ওপরে বেশ কয়েকদিন ধরেই নজর রয়েছে মাস্কের। আর এবার সরাসরি মুকেশ আম্বানি সংক্রান্ত মিম-এ কমেন্ট করে এই নিয়ে কার্যত ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিলেন বিশ্বের ধনীতম ব্যক্তি।

উল্লেখ্য, বিশ্বের প্রায় সর্বত্রই প্রশাসনিক ভাবে স্যাটেলাইট স্পেকট্রাম বণ্টন করা হয়ে থাকে। তবে ভারতে এতদিন স্যাটেলাইট স্পেকট্রাম বণ্টন হতো নিলামের মাধ্যমে। তাতে সুবিধা পেতেন ধনকুবের মুকেশ আম্বানি। পাশাপাশি এয়ারটেলের ভারতী সুনীল মিত্তলও এই পদ্ধতিকেই সমর্থন করেন। তবে অ্যামাজনের প্রোজেক্ট কুইপার থেকে স্টারলিংক চাইছিল যাতে ভারতে প্রশাসনিকভাবেই স্যাটেলাইট স্পেকট্রাম বণ্টন হয়।

ভারত ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়নের সদস্য। এটি জাতিসংঘের একটি সংস্থা। এই সংস্থার সদস্য হওয়ার সুবাদে ভারতের আন্তর্জাতিক নিয়ম মেনে স্যাটেলাইট স্পেকট্রাম বণ্টন করা উচিত বলে দাবি করেছিলেন মাস্ক। এই আবহে সম্প্রতি ভারতের টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘোষণা করেন, বিশ্বের বাকি জায়গার মতো ভারতেও এখন থেকে প্রশাসনিকভাবে স্যাটেলাইট স্পেকট্রাম বণ্টন হবে।

এই আবহে রিপোর্টে দাবি করা হয়, মুকেশ আম্বানি নাকি সেই প্রশাসনিক বণ্টন প্রক্রিয়ার বিরোধিতা করেন। রিলায়েন্সের দাবি, বাজারে সামঞ্জস্য বজায় রাখতে স্যাটেলাইট স্পেকট্রামেরও নিলাম হওয়া উচিত। এই নিয়ে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাইকে চিঠি লিখেছে রিলায়েন্স জিও। সুনীল মিত্তলও একই সুরে কথা বলেছেন। তবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বক্তব্য, ‘সারা বিশ্বেই স্যাটেলাইট স্পেকট্রাম প্রশাসনিকভাবে বণ্টন করা হয়। ভারত এর থেকে আলাদা কিছু করছে না।’

তবে মাস্কের জন্য ভারতের ইন্টারনেট বাজার দখল সহজ নাও হতে পারে। ২০২৩ সালের একটি প্রতিবেদনে, ইওয়াই-পার্থেনন উল্লেখ করেছে যে, স্টারলিংকের উচ্চ খরচ- প্রধান ভারতীয় ব্রডব্যান্ড প্রদানকারীদের প্রায় ১০ গুণ- সরকারি ভর্তুকি ছাড়া প্রতিযোগিতা করা কঠিন করে তুলতে পারে। আরও অনেক এলইও স্যাটেলাইট – যে ধরনের স্টারলিংক কাজ করে – এমইও স্যাটেলাইটের চেয়ে বিশ্বব্যাপী কভারেজ প্রদানের জন্য প্রয়োজন, যা উৎক্ষেপণ এবং রক্ষণাবেক্ষণ খরচ বাড়ায়। অর্থাৎ, মহাকাশের ইন্টারনেট নিয়ে বিশ্বের অন্যতম ধনী দুই ব্যক্তির মধ্যে যুদ্ধ সত্যিই শুরু হয়ে গেছে।

এদিকে চলতি সপ্তাহে কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মানুষের সুরক্ষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত প্রযুক্তি ঠিকঠাক ব্যবহারে নীতি কাঠামো তৈরির সময় এসেছে বলে বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিষয়টি হলো, স্বচ্ছতার সঙ্গে তরঙ্গ বরাদ্দ নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছিল জিয়ো। এরপরই মাস্ক বার্তা দেন, ভারতে তরঙ্গের নিলাম করা হলে তা হবে ‘অভূতপূর্ব’। সংশ্লিষ্ট মহলের মতে, সিন্ধিয়ার মন্তব্যে সেই প্রশ্নের উত্তর মিলল।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক আম্বানি ইলন কী? নেপথ্যে মাস্ক মুকেশ মুখোমুখি
Related Posts
Biya

যেসব দেশে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব

December 15, 2025
সৌদি আরব

রেকর্ড ভেঙেছে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা

December 15, 2025
মুকেশ আম্বানি

নীতা আম্বানি এই লোকের সঙ্গে মুকেশ আম্বানির চেয়েও কেন বেশি সময় কাটান

December 15, 2025
Latest News
Biya

যেসব দেশে বিয়ে করলেই মিলবে নাগরিকত্ব

সৌদি আরব

রেকর্ড ভেঙেছে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা

মুকেশ আম্বানি

নীতা আম্বানি এই লোকের সঙ্গে মুকেশ আম্বানির চেয়েও কেন বেশি সময় কাটান

হজ ও ওমরাহযাত্রীর শিশু

হজ ও ওমরাহযাত্রীর শিশুদের নিরাপত্তায় সুসংবাদ দিলো সৌদি

যাযাবর উপজাতি

বিয়ের জন্য যুবতীরা যেখানে বাছাই করেন পুরুষ

প্রায় ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন

পাঁচ বছরে নাগরিকত্ব ত্যাগ করেছেন প্রায় ৯ লাখ ভারতীয়

অস্ট্রেলিয়ায় মুসলিম যুবক

হামলাকারীর অস্ত্র ছিনিয়ে অস্ট্রেলিয়ায় প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক

সৌদি যুবরাজ

বার্সেলোনা কিনতে ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব সৌদি যুবরাজের!

থাইল্যান্ডের কম্বোডিয়া

থাইল্যান্ডের কম্বোডিয়া সীমান্তে কারফিউ জারি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া ও বেলারুশ সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.