আন্তর্জাতিক ডেস্ক: ছবির লোকগুলোকে চিনতে খুব কষ্ট হওয়ার কথা নয়। তবে না চিনতে পারলে আসুন পরিচয় করিয়ে দিই। এ ছবির ডান পাশের ব্যক্তিটি বিশ্বের শীর্ষ ধনী বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক ও বাঁয়ের ব্যক্তিটি ফ্রান্সের ধনকুবের বার্নার্ড আর্নল্ট। আর এ দুজনের মোট সম্পদের পরিমাণ একত্রে ৪৭০ বিলিয়ন ডলারের বেশি।
সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে সাক্ষাৎ হয় এই দুই ধনকুবেরের। সেখানে দুপুরের খাবারের সময় তাঁরা একসঙ্গে ছবিও তোলেন। আর এ ছবিতে থাকা দুই ব্যক্তির সম্পদের মোট পরিমাণ ৪৭০ দশমিক তিন বিলিয়ন ডলার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সে চলমান ভিভা টেকনোলজি কনফারেন্সে অংশ নিতে প্যারিসে আছেন মাস্ক। এ আয়োজনটি করে থাকে আর্নল্টের মালিকানাধীন বিলাসবহুল পণ্য নির্মাতা এলভিএমএইচ।
গতকাল শুক্রবার এ কনফারেন্সে যোগ দিতে আসেন এলভিএমএইচ-এর সিইও আর্নল্ট। এসময় আর্নল্টের সঙ্গে ছিলেন তাঁর দুই সন্তানও। এদিকে প্যারিস সফরে মা মায়ে মাস্ককে নিয়ে এসেছেন ইলন।
বিশ্বের এই দুই শীর্ষ ধনীর ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন আর্নল্টের ছেলে অ্যান্টনি আর্নল্ট।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, টেকনোলজি কনফারেন্সে শুক্রবার বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাস্ক ও আর্নল্ট। এছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁও এই কনফারেন্সে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনিও মাস্কের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেছেন।
মার্কিন ম্যাগাজিন ফোর্বসের তথ্য অনুযায়ী, ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ২৩৬ দশমিক ৯ বিলিয়ন ডলার। অপর দিকে আর্নল্টের সম্পদের পরিমাণ ২৩৩ দশমিক ৪ বিলিয়ন ডলার। গত বছরের ডিসেম্বরে মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী হন আর্নল্ট। সম্প্রতি তাঁকে টপকে আবারও শীর্ষ ধনী হয়েছেন মাস্ক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।