বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ইলন মাস্কের মালিকানাধীন এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) স্টার্টআপ এক্সএআই গত শুক্রবার রিলিজ করেছে তাঁদের আলোচিত চ্যাটবট ‘গ্রোক ২’-এর উন্নত একটি সংস্করণ। নতুন আপডেটেড ভার্সনটি ব্যবহারকারীদের কাছে পৌঁছতে না পৌঁছতে শনিবারই (১৪ ডিসেম্বর) জানা গেল, এবার থেকে গ্রোক ২ চ্যাটবটটি একেবারে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর ব্যবহারকারীরা।
শনিবার এক্সএআই জানিয়েছে যে, এখন থেকে গ্রোক ২ এর নতুন সংস্করণটি এক্স প্ল্যাটফর্মের প্রিমিয়াম ও নন-প্রিমিয়াম উভয় সাবসক্রিপশনের ব্যবহারকারীরাই অ্যাক্সেস করতে পারবেন। উল্লেখ্য, চলতি বছরের আগস্টে গ্রোক ২ চ্যাটবটটি নিয়ে আসে এক্সএআই। শুরুতে কেবলমাত্র এক্সের প্রিমিয়াম ব্যবহারকারীরাই গ্রোক ২ ব্যবহার করতে পারত।
তবে চলতি মাসেই (ডিসেম্বরে) এক্সের নন-প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্যেও উন্মুক্ত করে দেওয়া হয় গ্রোক। কিন্তু ফ্রি ব্যবহারকারীরা এতদিন গ্রোক ১.৫ সংস্করণটি অ্যাক্সেসের সুযোগ পেত। এবার গ্রোক ২ সংস্করণটিও বিনামূল্যে ব্যবহার করতে পারবেন এক্স ব্যবহারকারীরা।
তবে বিনামূল্যে ব্যবহারের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। এই যেমন প্রতি ২ ঘন্টায় ১০টির বেশি প্রম্পট দেওয়া যাবে না নন-প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে। অন্যদিকে প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস অ্যাকাউন্ট থেকে অনেক বেশি পরিমাণে কনটেন্ট জেনারেট করা যাবে। পাশাপাশি পেইড সাবসক্রিপশন যাদের রয়েছে তারা আগের মতো ভবিষ্যতেও নিত্য নতুন ফিচারগুলো আগেভাগে ব্যবহারের সুযোগ পাবেন।
৮ জিবি র্যামের সঙ্গে দুর্ধর্ষ ফিচারের স্মার্টফোন Oppo A80 5G, জেনে নিন স্পেসিফিকেশন
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর এক্সএআই গ্রোক চ্যাটবটের নতুন একটি ইমেজ জেনারেশন মডেল ‘অরোরা’ উন্মুক্ত করে। বর্তমানে নতুন এই ইমেজ জেনারেশন মডেলটিও গ্রোক ২ এর অংশ হিসেবে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন এক্স ব্যবহারকারীরা।
তথ্যসূত্র: এক্সএআই, এক্স, রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।