আন্তর্জাতিক ডেস্ক : ইফতার গ্রহণে মুসলিমদের সাথে অংশ নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বুধবার নিজের টুইটার একাউন্টে এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেন তিনি। তাতে দেখা যায়, ট্রুডো নিজ অফিসের কনফারেন্স কক্ষে নিজ দলের মুসলিম কর্মীদের নিয়ে ইফতারের আয়োজন করেছেন।
টুইট বার্তায় জাস্টিন ট্রুডো বলেন, সাধারণত এ কক্ষে বিভিন্ন বৈঠক ও সম্মেলন অনুষ্ঠিত হয়। কিন্তু আজ সন্ধ্যায় দলের মুসলিম সদস্যরা ইফতার ও রমজান উদযাপনের আয়োজন করেন।
তিনি আরো বলেন, পবিত্র রমজান মাসে মুসলিমরা নিজ পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে এ ধরনের আয়োজন করে থাকেন। আমরা সবার জন্য শান্তি ও নিরাপত্তা কামনা করি। রমজান মোবারক।
This room is usually used for meetings and briefings – but tonight, Muslim caucus members used it to break fast and observe Ramadan. To everyone doing the same with their family and friends, we’re wishing you a blessed and peaceful time. Ramadan Mubarak! pic.twitter.com/bYqNywZiqg
— Justin Trudeau (@JustinTrudeau) April 6, 2022
সাধারণ কানাডার মুসলিমদের বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপনে উপস্থিত থাকেন দেশটির প্রধানমন্ত্রী। এর মধ্যে পবিত্র রমজান মাস, ঈদুল ফিতর, ঈদুল আজহার উৎসব বিশেষভাবে উল্লেখযোগ্য। সাম্প্রতিক সময়ে কানাডায় ট্রুডোর নেতৃত্বে লিবারেল পার্টি অভিবাসী ও মুসলিমদের একীভূত করার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক উদ্যোগ নেয়া হয়। অবশ্য নানা সময়ে ডানপন্থী দলগুলো বর্ণবাদী আচরণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।