আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ব্রিটেনের হাউস অফ কমন্স-এর নারী সুরক্ষা কমিটির রিপোর্টে দাবি, যে সমস্ত মুসলিম মহিলা ব্রিটেনে কর্মক্ষেত্রে হিজাব পরে যান, তাঁদের ৭১% বঞ্চনার শিকার হচ্ছেন। ওই রিপোর্টে আরো দাবি করা হয়েছে যে, চাকরি পাওয়ার ক্ষেত্রেও তাঁরা বঞ্চিত হচ্ছে। ব্রিটেনের সংসদের সামনে এই রিপোর্টই বৃহস্পতিবার পেশ করা হয়।
এই সমস্যার মোকাবিলা কীভাবে করা যায়, সেই সম্পর্কে মতামত চাওয়া হয়েছে সাংসদদের কাছ থেকে। ব্রিটেনে ১৮ থেকে ৬০ বছর বয়সের মহিলাদের ৬৯% কোনো না কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় কর্মরত।
এঁদের মধ্যে ৩৩% ইসলাম ধর্মাবলম্বী। এই বিপুল সংখ্যক মহিলা কর্মচারীকে যদি হেনস্থার সামনে পড়তে হয়, তাহলে সেটা দেশের কর্মসংস্কৃতির পক্ষে মোটেও ইতিবাচক ইঙ্গিত নয় বলে জানিয়েছে ওই রিপোর্টে।
ব্রিটেনের আইন অনুযায়ী ইসলাম ধর্মাবলম্বী মহিলাদের পূর্ণ অধিকার আছে তাঁদের ঐতিহ্য মেনে পোশাক পরার। তার জন্য হেনস্থার সামনে পড়তে হলে সেটা দুর্ভাগ্যজনক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।