আন্তর্জাতিক ডেস্ক : ত্রিপুরার দৈনিক দেশের কথা পত্রিকার বরাতে জানা যায় ২৯ জন ভারতীয় মুসলিমকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।যাদের সবাইকে বাংলাদেশি তকমা দিয়ে গ্রেফতার দেখানো হয়।গ্রেফতারের ঘটনাটি ঘটেছে ভারতের মণিপুর রাজ্যে।
গ্রেফতারকৃত সবার কাছে ভারতীয় নাগরিকত্বের বৈধ কাগজপত্র রয়েছে। তারা কাজ করতে ভারতের আসাম থেকে মণিপুর রাজ্যে গিয়েছিলেন বলে জানা গেছে।
খবরে বলা হয়, বিজেপিশাসিত মণিপুর সরকারের পুলিশ বাংলাভাষী মুসলিমদের বাংলাদেশি তকমা দিয়ে গ্রেফতার শুরু করেছে। সোমবার মণিপুর পশ্চিম ইম্ফল জেলার মায়াঙ্গ এলাকা থেকে ২৯ জন মুসলিম শ্রমিককে গ্রেফতার করে তারা। তাদের মধ্যে একজন নারী। তাদের সবার বাড়ি মণিপুরের পার্শ্ববর্তী রাজ্য আসামের করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর থানার বিভিন্ন গ্রামে। এ ঘটনায় মণিপুরে কর্মরত বাঙালি মুসলিমরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।
মঙ্গলবার গ্রেফতার ২৫ জনের নাম প্রকাশ করেছে পুলিশ। তারা সেখানকার একটি পাউরুটি কারখানার শ্রমিক। এ বিষয়ে মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেন, ২৯ জন সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ভারতীয় নাগরিকত্বের আধার কার্ড জব্দ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।