জুমবাংলা ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলার ব্যবহার নিয়ে বরাবরই কট্টর সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। কেউ যদি ফেসবুকে তার সঙ্গে যুক্ত হতে চান তাহলে তার আইডির নাম অবশ্যই বাংলায় হতে হবে। বিভিন্ন সময় তিনি ফেসবুকে ঘোষণা দিয়েই জানিয়েছেন, বাংলা ছাড়া অন্য কোনো ভাষার অক্ষরে থাকা আইডিকে তিনি বন্ধু বানান না।
তবে এরপরও তার অনুরোধ কেউ শুনছেন না বলে আজ শুক্রবার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাসে জানিয়েছেন মোস্তাফা জব্বার। তিনি পোস্টে বলেন, ‘বারবার অনুরোধ করছি যাদের পরিচিতি ইংরেজি অক্ষরে ও সাম্প্রদায়িক তারা বন্ধু হতে চাইবেন না। কিন্তু শতকরা ৯৮ ভাগ শুনছেন না’।
তাঁর এই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। এস এম সজল লিখেন, ‘স্যার, তারা আপনাকে হয়তো পছন্দ করে, এ জন্য বন্ধুত্বের জন্য আবেদন করে, তাদেরকে অনুসারী হিসেবে রেখে দিতে পারেন’। জবাবে মোস্তাফা জব্বার বলেন, ২ লাখ ২৫ হাজার অনুসারীতো আছে।
মো. রোকন উদ্দিন রানা বলেন, সরাসরি অবন্ধু করে দিন। জবাবে মোস্তাফা জব্বার বলেন, বন্ধুতো করিই না। বন্ধুর অনুরোধ পাঠায়। আমি মুছে ফেলতে ফেলতে ক্লান্ত।
হাসিব সোহেল নামের একজন লিখেন, মন্ত্রীত্ব চলে যাওয়ায় মানুষ আর আগের মতো গ্রাহ্য করছে না!
এর আগে সবশেষ মন্ত্রীত্ব হারানোর কিছুদিন পর ফেসবুকে মোস্তফা জব্বার নিজের হতাশার কথা জানিয়ে লিখেছিলেন, ‘এখনও এমন কেউ নেই যিনি বাংলা অক্ষরে আইডির নাম না থাকলে ফেসবুকে বন্ধু বানান না? মানে একজনও প্রকৃত অনুসারী পেলাম না’!
মোস্তফা জব্বার বরাবরই নিজের ফেসবুকের বন্ধু তালিকায় ইংরেজি নামের বন্ধুদের রাখেন না। তার ফেসবুক আইডির নামও বাংলায়। মাতৃভাষার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তাই তিনি বাংলা ভাষায় যাদের ফেসবুক আইডি তাদেরকে পছন্দ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।