স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার মিরপুরে দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। ৭ ওভারে এক মেডেনসহ ২৭ রানে ৩ উইকেট শিকার করেন ‘দ্য ফিজ’ খ্যাত এই তারকা পেসার। যদিও বৃষ্টির কারণে খেলাটি পরিত্যক্ত হয়।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করে প্রশংসা কুড়িয়েছেন মোস্তাফিজ। তার বোলিং পারফরম্যান্স নিয়ে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচ নিক পোথাস, মোস্তাফিজ মাসখানেক ধরেই খেটে যাচ্ছে, নতুন বলে ছন্দ ফিরে পেতে। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে কঠোর পরিশ্রম করেছে। সেগুলোর ফসলই দেখতে পাচ্ছে।
পোথাস আরও বলেন, এটি আসছে ঠিক বিশ্বকাপের আগে, একেবারে উপযুক্ত সময়ে। তার জন্য অনেক ভালো লাগছে আমাদের। আমরা তার ডেথ বোলিংয়ের মান জানি। আপনি তাকে ভোররাত ৩টায় ডেকে তুলে ডেথ বোলিং করতে বলতে পারেন, সে (তখনো) বিশ্বের সেরাদের সঙ্গেই সেটি করবে।
মোস্তাফিজের প্রশংসা করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক লকি ফার্গুসনও, তিনি বলেন, মোস্তাফিজ বেশ ভালো বোলিং করেছে, নতুন বলে সিমে হিট করেছে। আর বল পুরোনো হয়ে গেলে তো গতি কমে আসবেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।