বৃষ্টির পর মোস্তাফিজের জোড়া শিকার, চাপে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির কারণে প্রায় ২ ঘণ্টা পর শুরু হয় খেলা। খেলা শুরুর পর বল হাতে ঠিকই জ্বলে উঠলেন কাটার মাষ্টার মোস্তাফিজ। পরপর দুই ওভারে জোড়া উইকেট তুলে নিয়েছেন বাঁহাতি এই পেসার। এতে দলীয় ১৬ রানে ২ ব্যাটারকে হারিয়ে চাপে পড়েছে সফরকারীরা।

মোস্তাফিজ

বৃষ্টির পর একপ্রান্তে মোস্তাফিজ বল করলেও অন্যপ্রান্তে তানজিম সাকিবের বদলে স্পিনার নাসুম আহমেদকে নিয়ে আসেন ক্যাপ্টেন লিটন দাস। বোলিংয়ে এসেই নিউজিল্যান্ডকে চাপে রাখেন তিনি। নিজের প্রথম দুই ওভারে বল হাতে কোনো রানই খরচ করেননি বাঁহাতি এই স্পিনার।

বিশ্বের সেরা খেলোয়াড় এমবাপ্পে : পিএসজি কোচ

সেই চাপ থেকে বের হওয়ার আগেই কিউই ওপেনার ফিন অ্যালেনকে ফেরান কাটার মাষ্টার মোস্তাফিজ। তার বলে উইকেটের পিছনে দারুণ এক ক্যাচ লুফে নেন জাতীয় দলে ফেরা উইকেটকিপার নুরুল হাসান সোহান। এতে দলীয় ১৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় সফরকারীরা।