স্পোর্টস ডেস্ক : পাঞ্জাব কিংসের বিপক্ষে চলতি আইপিএলে নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন মোস্তাফিজুর রহমানের। আইপিএল থেকে ফেরার আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজের শেষ ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি।৩৩ রান খরচায় শিকার করেছেন ৩ উইকেট। আর দারুণ বোলিংয়ের সুবাদে আইপিএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারিও বনেছেন এই বাঁহাতি পেসার।
বাংলাদেশি বোলারদের মধ্যে আইপিএলে সাকিব আল হাসানই ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। বাঁহাতি অলরাউন্ডারকে টপকে আইপিএলে মোস্তাফিজের উইকেট সংখ্যা এখন ৬৫।
শনিবার (২৪ মে) জয়পুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন বাঁহাতি এই পেসার। সাকিবকে ছাড়িয়ে যেতে মোস্তাফিজের লেগেছে ৬০ ইনিংস। ৭০ ইনিংসে সাকিবের শিকার ৬৩ উইকেট।
মোস্তাফিজের ৩ উইকেট শিকারের পরও অবশ্য রানপাহাড়ে চড়েছে পাঞ্জাব। পুরো ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট ২০৬ রান তুলেছে তারা।
প্রসঙ্গত, আইপিএলের শেষ দিকে ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে টেনেছিল দিল্লি। তাকে এক সপ্তাহের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে এনওসির মেয়াদ শেষ হচ্ছে আজ। এক সপ্তাহে দিল্লির হয়ে মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজ। এই ৩ ম্যাচে তার ঝুলিতে এসেছে ৪ উইকেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।