স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান। লম্বা সময় ধরে খেলে আসা সাকিব আল হাসান এবার দল না পাওয়ায় মোস্তাফিজকে নিয়েই বাংলাদেশিদের যতকিছু।
মোস্তাফিজও হতাশ করেছেন না। তার দল দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত খেলেছে চারটি ম্যাচ। কোয়ারেন্টিন জটিলতায় মোস্তাফিজ প্রথম ম্যাচে খেলতে না পারলেও পরের তিন ম্যাচেই খেলেছেন।
আলো ছড়িয়ে যাচ্ছেন বল হাতে। নিজের প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে চার ওভারে ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। পরের দুই ম্যাচে উইকেট না পেলেও করেছেন কিপটে বোলিং।
অথচ মোস্তাফিজ নাকি জানতেনই না আইপিএলে দল পাওয়ার বিষয়টি। প্লেয়ার্স ড্রাফটের দিন বিপিএলের ম্যাচ থাকায় জানতেন না কোন দলে নেওয়া হয়েছে তাকে।
সম্প্রতি দিল্লি ক্যাপিটালসের অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজের একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। যেখানে তিনি বলেছেন, ‘অকশনের (নিলাম) ওই সময় আমি দেখিনি। বিপিএলে আমাদের খেলা চলছিল ওই সময়। আমাদের দল ব্যাটিং করছিল, আমি ডাগআউটে ছিলাম। তখন একজন আমাকে বলে যে, ফিজ তুই দিল্লি ক্যাপিটালসে। এর আগে তিনটি দলে খেলেছি, এবার নতুন আরেকটি দলে ভালো লাগছে।’
চলতি আইপিএলে নতুন দলের হয়ে খেলার অভিজ্ঞতা নিয়ে মোস্তাফিজ বলেন, ‘অভিজ্ঞতা বলতে এখানে অনেকের সঙ্গে আমি কম-বেশি খেলেছি। একসঙ্গে না খেললেও প্রতিপক্ষ দলে ছিল এমন, কিংবা আইপিএলের শেষ মৌসুমে চেতন সাকারিয়া ছিল, ডেভিড ওয়ার্নারের সঙ্গে দুই বছর খেলেছি। সবমিলিয়ে ভালো অভিজ্ঞতা।’
দল হারলেও প্রতিটি ম্যাচেই উজ্জ্বল মোস্তাফিজের পারফর্ম। যে কারণে বাহবা পাচ্ছেন কোচদের কাছ থেকে। প্রতি ম্যাচ শেষে দলের সেরা পারফরমারকে একটি স্বারক লোগো উপহার দেন হেড কোচ রিকি পন্টিং। এই পুরস্কার পেয়েছেন মোস্তাফিজও।
পুরস্কার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে মোস্তাফিজ বলেন, ‘এটা শুধু আমার জন্য না প্রতিটি খেলোয়াড়ের জন্যই অনুপ্রেরণাদায়ক। ম্যাচ হারি আর জিতি, আপনি যদি ভালো পারফর্ম করেন…। ড্রেসিংরুমে সবার সামনে ভালো ভালো কথা বা যে যেদিন ভালো করছে সেদিন তার সম্মানটা বাড়ছে। তাকে সামনে নিয়ে আসা, আমার মনে হয় খুবই ভালো এটা।’
বাংলাদেশি সমর্থকদের উদ্দেশ্য করে মোস্তাফিজ বলেছেন, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি যেন আরও ভালো খেলা উপহার দিতে পারি। আর দিল্লি ক্যাপিটালসের সঙ্গে থাকুন। আরও ভালো খেলা যেন আমরা উপহার দিতে পারি।’
এক ওভারে ১১ ওয়াইড, আইপিএলের ইতিহাসে লজ্জার রেকর্ড ভুবনেশ্বরের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।