আমার বাবা ১টি ফ্ল্যাট ও ৩০ লাখ টাকা চেয়েছিলেন : তিশা

মুশতাক-তিশা

জুমবাংলা ডেস্ক : আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহম্মেদ ও সিনথিয়া ইসলাম তিশা আজ শনিবার (২ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিশা দাবি করেন, তারা বাবা বিয়ের সময় একটি ফ্ল্যাট ও ৩০ লাখ টাকা চেয়েছিলেন।

মুশতাক-তিশা

মুশতাক তাকে জিম্মি করে রাখেননি জানিয়ে তিশা বলেন, বাবার সঙ্গে আমার মাঝে মাঝেই ফোনে কথা হয়।

এর আগে গতকাল শুক্রবার রাতে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিশার বাবা মোশতাকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। সেসব অভিযোগের বিরুদ্ধেই আজ সংবাদ সম্মেলন করেন মুশতাক-তিশা।