বিনোদন ডেস্ক : মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন ভারতের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতা জাভেদ শেখের পুত্র রাহিল, অভিযোগ এমনই। এমনকি তার পর অর্ধনগ্ন অবস্থায় গালিগালাজও করেছেন তিনি এক নারীকে। অভিযোগকারী রাখি সওয়ান্তের বন্ধু রাজশ্রী মোর। এ বার পুলিশকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠল রাহিলের বিরুদ্ধে।
রাজশ্রী জানান, রবিবার রাতে আন্ধেরি এলাকায় তাঁর গাড়িতে এসে ধাক্কা দেয় রাহিলের গাড়ি। রাহিলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে নাকি পুলিশকেও হুমকি দেন তিনি।
রাজশ্রী বলেছেন, “থানায় গিয়ে পুলিশের টেবিলে পা তুলে বসে ও (রাহিল)। তার পর বলতে থাকে, ‘আমার বাবা আসবে আর গোটা থানা কিনে নেবে।’ থানায় বসে এই সব বলছিল।”
ঘটনার পরে থানায় পৌঁছান রাহিলের বাবা ও মা।
সেখানে গিয়েই রাজশ্রীকে অভিযোগ ফিরিয়ে নেওয়ার অনুরোধ করতে থাকেন তাঁরা। রাজশ্রী বলেন, ‘ওর মা আমাকে বললেন, রাহিল নাকি খুব ভালো মানুষ এবং ও খুব বিনয়ী। দিনের বেলা ওর আচরণ সম্পূর্ণ অন্য রকম থাকে। আমাকে অভিযোগ ফিরিয়ে নেওয়ার অনুরোধ করেন। অভিযোগ ফিরিয়ে না নিলে নাকি রাহিলের জীবন নষ্ট হয়ে যাবে। আর মদ্যপ হয়ে গাড়ি চালিয়ে সে রাতে যে তিনজনকে প্রায় মেরেই ফেলছিল, তাঁদের জীবনের দাম নেই?’
রবিবার রাতের ঘটনার একটি ভিডিও তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছিলেন রাজশ্রী। সেখানে দেখা যায়, গাড়ির দরজা ধরে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছেন রাহিল, তাঁর ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। গাড়ি থেকে মত্ত অবস্থায় শরীরের অর্ধেকটা বের করে গালাগাল করতেও দেখা গেছে তাঁকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।