বিনোদন ডেস্ক : ঈদে মুক্তি পেয়েছে অভিনেতা জিয়াউল রোশান অভিনীত সিনেমা ‘সাইকো’। অনন্য মামুন পরিচালিত এ সিনেমা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে-
অনেক আওয়াজ পাওয়া যাচ্ছে। কোথায় এখন?
একটু শোরগোলের মধ্যে আছি। দেওয়ানগঞ্জে ‘ভাই ভাই’ সিনেমা হলে এসেছি। দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছি। আমার সঙ্গে সিনেমার নায়িকা পূজাও রয়েছেন।
ছবিটি নিয়ে কেমন সাড়া পাচ্ছেন?
ভালোই। প্রেক্ষাগৃহ দর্শক পরিপূর্ণ। ‘সাইকো’ সিনেমার প্রতি দর্শকের যে আগ্রহ, সেটা দেখে ভালো লাগছে। ঈদে দর্শক অ্যাকশন ঘরানার ভালো গল্পের ছবি দেখতে চায়। আর ঈদের সিনেমা মানেই ‘মাসালা’। সাইকো সেই ধরনের সিনেমা। এতে নাচ, গান, অ্যাকশন সবাই আছে। দর্শক সিনেমাটি পছন্দ করেছেন বলেই দ্বিতীয় সপ্তাহে হলের সংখ্যা বেড়েছে। চাপাবাজিতে একদমই বিশ্বাস করি না। যতটুকু দেখিছে তাতেই বোঝা যায়, ঢাকার বাইরে সিনেমাটি সুপার ডুপার হিট।
তাহলে ঢাকায় কী অবস্থা?
সেন্সর দেরিতে হওয়ায় ঢাকায় কমসংখ্যক হলে সিনেমাটি মুক্তি পেয়েছে। যেজন্য ঢাকার অনেক দর্শক আমাদের সিনেমা দেখতে পারেননি বলে জানিয়েছেন। তবে যে ক’টি হলে মুক্তি পেয়েছে তাতে সাড়া ভালো।
সিনেমায় আপনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। কাজটি কতটা চ্যালেঞ্জিং ছিল?
যে চরিত্রে চ্যালেঞ্জ রয়েছে সেটিই আমার পছন্দের। এতে আমি ‘কিলার’ ও ‘সিআইডি অফিসার’ চরিত্রে অভিনয় করেছি। দুজনার সংলাপ, চলন-বলন- সবই ভিন্ন। সব মিলিয়ে চরিত্রটি চ্যালেঞ্জিং বটে।
এবারের ঈদের ছবি নিয়ে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে…
এটি কেন হচ্ছে জানি না। সিনেমার ভালোমন্দ দর্শকই বলবেন। কিন্তু এখানে বেশি কথা বলছেন সিনেমা-সংশ্নিষ্টরা। ফলে যা হওয়ার তাই হচ্ছে। সব রিভিউ সিনেপ্লেক্সকেন্দ্রিক। কাদা ছোড়াছুড়ি কারও কাছে থেকে আশা করি না। সিনেমা যদি ভালো চলে তাহলে লাভ ইন্ডাস্ট্রির। প্রতিটি সিনেমা মানুষ দেখুক। আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াক- এটাই চাওয়া।
অভিনয় ক্যারিয়ার নিয়ে উপলব্ধি কী?
অভিনয়কে পেশা হিসেবে নিয়েছি। যেজন্য মাথায় সারাক্ষণ ভালো পারফর্ম করার চিন্তা থাকে। সুঅভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোলাগার জায়গা আরও তৈরি করতে হবে- এর বেশি কিছু চাওয়ার নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।